Sylhet View 24 PRINT

নিউ ইয়র্কে নামাজের পোষাক পরিহিত বাংলাদেশীর আত্মহত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-০২ ১৬:৪৭:০৪

শাহ বদরুজ্জামান রুহেল, নিউ ইয়র্ক :: জুমা'র নামাজের পোশাক পরিহিত অবস্থায় এক বাংলাদেশী আত্মহত্যা করেছেন। নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশী লুৎফর রহমান ওরফে মানিক ঢালি (৪৩)।

জুমা'র নামাজের জন্য প্রস্তুত হয়েও নামাজে না গিয়ে ৩১ মে (শুক্রবার) দুপুরে নিজ গাড়ির গ্যারেজে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন।

তার দেশের বাড়ি শরিয়তপুর জেলার নড়াইলে। মানিকের এমন মৃত্যুতে প্রবাসীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি তার এমন মৃত্যু নানা প্রশ্নেরও জন্ম দিয়েছে।

জ্যামাইকায় ১৬১-০৭  ৮৫ এভিনিউতে অবস্থিত নিজের কেনা বাড়িতে ১৫ বছর বয়সী কন্যা, ১৪ বছর বয়সী পুত্র এবং আড়াই বছর বয়সী কন্যা এবং স্ত্রীর সঙ্গে থাকতেন মানিক। এর আগে জ্যাকসন হাইটস সংলগ্ন এলমহার্স্ট এলাকার বাসিন্দা ছিলেন তিনি। পেশায় ছিলেন ট্যাক্সি চালক।

প্রতিবেশী মাজেদা এ উদ্দিন বলেন, মানিক রোজা ছিলেন। স্বপ্নের বাড়িটি ক্রয়ের সময় নেয়া ঋণের মাসিক সাড়ে ৪ হাজার ডলারের কিস্তি পরিশোধ নিয়ে কিছুটা চাপে ছিলেন। তবে সে কারণেই শিশু সন্তানদের রেখে আত্মহত্যা করবেন এটি মেনে নেয়া যায় না।

মার্কিন লেবার ইউনিয়নের লিডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, মানিক পুত্রকে সাথে নিয়ে জুমা'র নামাজে যাবার প্রস্তুতি নিয়েও কেন যাননি? কমিউনিটি এখন অনেক বড় হয়েছে। তাই নানাধরনের সমস্যাও বাড়ছে। এ অবস্থায় কমিউনিটি ভিত্তিক পরামর্শ কেন্দ্র খোলা দরকার। কাউন্সেলিংয়ের মাধ্যমে অনেক জটিল পরিস্থিতির অবসান ঘটানো সম্ভব।

এদিকে, ১লা জুন শনিবার অপরাহ্নে মানিক ঢালির জানাযা জ্যাকসন হাইটস সংলগ্ন একটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে। এরপরই আমিরাত এয়ার লাইন্সে মানিকের কফিন ঢাকায় রওয়ানা দেয়।

মানিকের ভাই জানান যে, শরিয়তপুর জেলার নড়িয়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

তথ্যসূত্রঃ এনআরবি নিউজ



সিলেটভিউ২৪ডটকম/০২ জুন ২০১৯/এসবিআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.