Sylhet View 24 PRINT

ইউ‌কে বাংলা প্রেসক্লা‌বের বিজয় দিব‌সের সভা অনু‌ষ্টিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১২-২০ ১১:১৫:৪৫

লন্ডন প্র‌তি‌নি‌ধি :: মহান বিজয় দিবস উপল‌ক্ষে ইউ‌কে-বাংলা প্রেসক্লা‌বের উ‌দ্যো‌গে অা‌লোচনা সভা ও মু‌ক্তিযু‌দ্ধের স্মৃ‌তিচারন অনু‌ষ্টিত হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৯ ডি‌সেম্বর) রা‌তে পুর্ব লন্ড‌নের এক‌টি রেষ্টু‌রে‌ন্টে এ সভা অনু‌ষ্ঠিত হয়।

অনুষ্টা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে মু‌ক্তিযু‌দ্ধের রনাঙ্গ‌নের স্মৃ‌তিচারন ক‌রেন বীর মু‌ক্তি‌যোদ্ধা ও লেখক পীরজাদা হোসাইন অাহ‌মেদ। ক্লা‌বের সভাপ‌তি কে এম অাবু তা‌হের চৌধুরীর সভা‌প‌তি‌ত্বে ও সাধারন  সম্পাদক মুন‌জের অাহমদ চৌধুরী ও ট্রেজারার সাইদুল ইসলা‌মের যৌথ প‌রিচালনায় সভায় বক্তব্য রা‌খেন সি‌নিওর সহ-সভাপ‌তি বাংলা সংলাপ সম্পাদক মশা‌হিদ অালী,খান জামাল নুরুল ইসলাম,কলা‌মিষ্ট স‌লি‌সিটর বিপ্লব কুমার পোদ্দার, প্রেসক্লা‌বের যুগ্ম সাধারন সম্পাদক ফখরুল ইস‌লাম,অা‌জিজুল অা‌ম্বিয়া,সমাজকল্যান সম্পাদক জয়নুল অা‌বে‌দিন,সহ সম্পাদক অাবু তালহা চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা মহান মু‌ক্তিযু‌দ্ধের চেতনার বাংলা‌দেশ বি‌নির্মা‌নে প্রবা‌সে নতুন প্রজ‌ন্মের মা‌ঝে মু‌ক্তিযু‌দ্ধের ই‌তিহাস তুলে ধরার অাহব্বান জানান।

সভায় প্রেসক্লাবের প্রচার সম্পাদক অাফসার উদ্দী‌নের মাতৃ‌বি‌য়ো‌গে গভীর শোক,সম‌বেদনা ও শোক প্রস্তাব জানা‌নো হয় ও ক্লা‌বের দ্বি-বার্ষিক পুনাঙ্গ ক‌মি‌টি ঘোষনা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২০ ডিসেম্বর ২০১৯/মুনজের /মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.