Sylhet View 24 PRINT

ব্রিটিশ এয়ারওয়েজের রেকর্ড, ঘণ্টায় ১২শ’ কিমি গতি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০২-১০ ১৬:০০:৫৫

সিলেটভিউ ডেস্ক :: ব্রিটিশ এয়ারওয়েজ (বিএ) দ্রুততম সাবসোনিক (শব্দের চেয়ে ধীর গতির) ফ্লাইটের রেকর্ড গড়েছে। এর বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি প্রতি ঘণ্টায় আটশ’ মাইলেরও বেশি (১২৮৭ কিলোমিটার/ঘণ্টা) গতিতে উড়েছে।

সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, বোয়িং-৭৪৭ এয়ারক্র্যাফটটি শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে নিউইয়র্ক থেকে লন্ডনের দিকে যাত্রা করে। মাত্র ৪ ঘণ্টা ৫৬ মিনিটে রবিবার (৯ ফেব্রুয়ারি) সেটি লন্ডনে পৌঁছায়।

সংবাদমাধ্যম সিএনএনের ঊর্ধ্বতন আবহাওয়াবিদ ব্র্যান্ডন মিলার বলেন, রবিবার জেট স্ট্রিমের গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল। বাতাসের গতি ছিল প্রতি ঘণ্টায় দুশ’ মাইলেরও বেশি।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও উত্তর ইউরোপের ওপর দিয়ে বয়ে যাওয়া কিয়ারা ও শক্তিশালী জেট স্ট্রিমের কারণে প্লেন দ্রুততম গতিতে উড়তে সক্ষম হয়েছে। জেট স্ট্রিম হলো পরিবেশে দ্রুত চলমান বাতাস।

লন্ডনের হিথরো বিমানবন্দরে প্লেনটি অবতরণ করে ভোর ৪টা ৪৩ মিনিটে, নির্ধারিত সময়ের দু’ ঘণ্টা আগে। ফ্লাইটে এর সর্বোচ্চ গতি ছিল ৮২৫ মাইল প্রতি ঘণ্টা।

একটি প্লেন নিউইয়র্ক থেকে লন্ডন যেতে বা আসতে গড়ে ৬ ঘণ্টা ১৩ মিনিট সময় লাগে। সাবসোনিক অর্থাৎ শব্দের গতির চেয়ে ধীর এ প্লেন এদিন তার গতি অতিক্রম করে গিয়েছিল। শব্দের বেগ ৭৬৭ মাইল প্রতি ঘণ্টা। প্লেনের গতিবেগ এর চেয়ে অনেক বেশি থাকলেও সেটি শব্দের চেয়ে ধীর গতিতেই উড়ছিল, সঙ্গে ছিল শক্তিশালী বাতাস।


সৌজন্যে- বাংলাদেশ প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি ২০২০/ডেস্ক/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.