Sylhet View 24 PRINT

যুক্তরাজ্যে এওয়ার্ড পেলেন সিলেটের দুই বিএনপি নেতা

আন্দোলন বেগবান করতে হবে : লন্ডনে বদরুজ্জামান সেলিম

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৯ ১৪:৪৪:২৫

লন্ডন :: স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর  রহমান যেমনি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে স্বনির্ভর দেশ গড়ার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন- ঠিক তেমনি তার আদর্শের সৈনিকরা স্বাধীনতা সার্বভৌমত্বের ও গণতন্ত্র রক্ষার সংগ্রাম করে যাচ্ছে। জেল-জুলুম, হামলা-মামলা  ও গুম-খুন উপেক্ষা করে জাতীয়তাবাদী পতাকাকে শক্ত হাতে আঁকড়ে ধরে এগিয়ে চলেছে।  সেই সব ত্যাগী পরীক্ষিত নিবেদিতপ্রাণ জিয়ার সৈনিকদের যথাযথ মূল্যায়ন এর মাধ্যমে চলমান অবৈধ সরকার বিরোধী আন্দোলনকে বেগবান করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চত করতে হবে।

লন্ডন সফররত সিলেট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমেদ এবং সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীকে " লন্ডন জাইমা পাঠাগার"এর  পক্ষ থেকে Political award -2020 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বদরুজ্জামান সেলিম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, লন্ডন জাইমা পাঠাগার দলের ত্যাগী নেতাদের সম্মাননা প্রদানের মাধ্যমে উৎসাহিত করছে-যার মাধ্যমে জাতীয়তাবাদী শক্তির প্রান-জননেতা তারেক রহমান-এর হাত শক্তিশালী হবে ৷দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামীতে জাতীয়তাবাদী সরকার অবশ্যই গঠিত হবে ৷

গতকাল মঙ্গলবার (১৮ অগাস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে জাইমা পাঠাগারের স্বত্বাধিকারী আমিনুর রহমান আকরাম-এর পরিচালনায় এওয়াডয় প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন  চৌধুরী।

অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন সাবেক সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন টিপু ও তাজরুল ইসলাম, জেলা ছাত্রদলের   সাবেক প্রচার সম্পাদক সাব্বির আহমেদ ছোটন, গোলাপগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও লন্ডনা মহানগর বিএনপি সভাপতি তাজুল  ইসলাম , সিলেট জেলা সাবেক ছাত্রনেতা  ও যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আতিকুর রহমান পাপ্প, হবিগঞ্জ জেলা ছাত্রদলের  সাবেক সাধারণ  সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের  সাবেক আহবায়ক দেওয়ান মোকদ্দেম চৌধুরী নিয়াজ,  সিলেট সরকারি কলেজের সাবেক জিএস  জহিরুদ্দিন লাকি, সিলেট শহর ছাত্রদলেরসাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহূজ্জান সোহেল, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি  সাবেক প্রথম যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন,  সিলেটের সাবেক ছাত্রনেতা তোফায়েল  বাছিত তপু, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম  সম্পাদক কামাল উদ্দিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ,   ইস্ট লন্ডন বি এন পির  সাবেক সাধারন সম্পাদক আশরাফ গাজী, ইষ্ট লন্ডন বিএনপি  সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, যুক্তরাজ্য কৃষক দলের যুগ্ম আহব্বায়ক কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক জি এস রওশন আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি নেতা শরফরাজ শরফু, রাজ্য কৃষক দলের যুগ্ম আহব্বায়ক বখতিয়ার খান,  যুক্তরাজ্য যুবদলের সভাপতি আব্দুর রহিম, সহসভাপতি বাকী বিল্লাহ জালাল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সভাপতি এমদাদ আহমদ, সাধারণ সম্পাদক জিয়া তাসভীর চৌধুরী শিমুল, যুক্তরাজ্য বিএনপি নেতা আরিফ আহমেদ, ইষ্ট লন্ডন বিএনপি নেতা ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরিফুল ইসলাম, ইস্ট লন্ডন যুবদলের সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিফতাহুর রহমান প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম / ১৯ আগস্ট, ২০২০ / প্রেবি / ডালিম

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.