Sylhet View 24 PRINT

করোনায় ৩০ দিন অজ্ঞান ছিলেন ব্রিটিশ বাংলাদেশী মকবুল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০২-১৮ ১১:৪৪:২২

এহসানুল ইসলাম চৌধুরী শামীম,  যুক্তরাজ্য : একটানা ৩৭ দিন পর করোনা চিকিৎসা শেষে অবশেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন  ব্রিটেনের নর্থাম্পটনের আবিংটন এলাকার বাসিন্দা ব্রিটিশ বাংলাদেশী মকবুল নুর ইসলাম । ৪২ বছর বয়সী এই ব্যক্তি ৩৬ দিনই ছিলেন নর্থাম্পটন জেনারেল  হাসপাতালের আইসিইউ-তে। ৩০ দিন ছিলেন অজ্ঞান।

সুস্থ্য হয়ে ফিরে আসাকে পরম সৌভাগ্য  বলে মনে করেন চিকিৎসকরা। নর্থাম্পটন জেনারেল হাসপাতালের চিকিৎসক, সেবিকা,স্টাফরা মকবুল নুর ইসলাম করোনা মুক্ত হওয়ায় তাকে তাকে অভিনন্দন জানিয়েছেন।
 
চিকিৎসক সাবির হোসাইন বলেন,নর্থাম্পটনে এই প্রথম কোনো রোগী এক মাসের বেশী সময়  হাসপাতাল থেকে ভালো হয়ে ফিরলেন।তাই আমরা খুব খুশী ।আমি শুরু থেকে মকবুলের সাথে ছিলাম।চিকিতসা করতে কোনো ভয় পাইনি।

 মকবুল নুর ইসলাম করোনা মুক্ত হওয়ায় সকলের কাছে কূতজ্ঞতা প্রকাশ করেন এবং আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করেন।মকবুলের পরিবার ও সকলের কাছে কূতজ্ঞতা প্রকাশ করেন। মকবুলের পিতা নর্থাম্পটন আল জামাত উল মুসলিমিন অফ বাংলাদেশ জামে মসজিদের সাবেক চেয়ারম্যান আফিজ আলি।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৮
 


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.