Sylhet View 24 PRINT

৮ রমজান ওয়ান পাউন্ড হসপিটালের ফান্ড রাইজিং

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৪-১৩ ১৩:১৯:১০

জুয়েল সাদাত :: সিলেটের বিশ্বনাথে প্রস্তাবিত ওয়ান পাউন্ড হসপিটাল বাস্তবায়নের জন্য্ প্রথমবারের মতো ফান্ড রাইজিং আগামী ৮ রমজান মঙ্গলবার বৃটেনের জনপ্রিয় টেলিভিশন ‌'চ্যানেল এস'-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফান্ড রাইজিং ৮ রমজান মঙ্গলবার বিকাল ৫টা থেকে ফজর পর্যন্ত চলবে। এতে হসপিটালের উদ্যোক্তা পরিচালকরা উপস্থিত থাকবেন।  

ডোনেশনের জন্য সরাসরি - ০২০ ৮৫২৩ ১৬৬৬ ও ষ্টুডিও নাম্বার - ০২০ ৮৫২৩ ৪১১১।

উল্লেখ্য ২০১৬ সালে প্রতিষ্ঠিত বৃটিশ রেজিষ্টার্ড চ্যারিটি ওয়ান পাউন্ড হসপিটালটির ইতোমধ্যে বিশ্বনাথের রশিদপুরে সাড়ে পাঁচ বিঘা জায়গা কেনা হয়েছে। ফাউন্ডার হিসাবে ৩০০ জনের প্লেজড রয়েছে। আগামী ৮ রমজান ফান্ড রাইজিং ৫০০ হাজার পাউন্ডের টার্গেট করা হয়েছে বলে জানান, ওয়ান পাউন্ড হসপিটালের চেয়ারপারসন ডা. শানুর আলী মামুন ও সেক্রেটারি কাউন্সিলার আয়াছ মিয়া।

চ্যানেল এসের ফান্ডরাইজিং এ যে কোন প্রবাসী নিম্নোক্ত নির্দিষ্ট প্রজেক্টে ডোনেট করতে পারবেন।

কনষ্ট্রাকশন - একটি ওয়ার্ড ৩০ হাজার পাউন্ড।

একটি রুম ৩  হাজার পাউন্ড। এক রুমের টাইলস ৫০০ পাউন্ড। এক টন রড ৭৫০ পাউন্ড। একটি দরজা ৩০০ পাউন্ড। ১০ বস্তা সিমেন্ট ১০০ পাউন্ড।

হসপিটাল প্রজেক্টে,  ১ টি এম্বুলেন্স ৩০ হাজার পাউন্ড, ১টি এক্সরে মেশিন ২৫ হাজার পাউন্ড, আলট্রাসোগ্রাম মেশিন ১৫ হাজার পাউন্ড, ইসিজি মেশিন ৫ হাজার পাউন্ড, ১ টি বেড ৫ হাজার পাউন্ড, একটি ট্রলি ২০০ পাউন্ড ও মেডিসিন ১০০ পাউন্ড।

এছাড়াও যে কেউ ১ হাজার পাউন্ড দিয়ে ফাউন্ডার মেম্বার হওয়ার সুযোগ নিতে পারবেন। ১০ হাজার পাউন্ড দিয়ে ফাউন্ডার প্যাট্টন হতে পারবেন।

ওয়ান পাউন্ড হসপিটালের ট্রেজারার মওলানা সিরাজুল ইসলাম জানান,  আমাদের ওয়ান পাউন্ড হসপিটাল চ্যানেল এসের ৮ রমজানের ফান্ড রাইজিংয়ের পর গতি ফিরে পারে। আমরা ভাল সাড়া পাচ্ছি, আশা করছি আমাদের টিমের ব্যাপারে সর্বমহলের গ্রহনযোগ্যতা রয়েছে। তাই আমরা সফল হব, বছর শেষ হবার আগেই আমরা ভিত্তি প্রস্তর স্থাপন করতে পারব। যে কেউ ওয়েবসাইটে গিয়ে যে কোন প্রশ্ন করতে পারবেন, আমাদের আপডেট পাবেন। যে কোন সময় জড়িত হতে পারবেন, ডোনেশন করতে পারবেন onepoundhospital.org.uk  

সিলেটভিউ২৪ডটকম/ জুয়েল/শাদিআচৌ-০২

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.