Sylhet View 24 PRINT

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ব্রিটেনে বিক্ষোভ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-২৬ ১০:৫৬:০৬

এহসানুল ইসলাম চৌধুরী শামীম, যুক্তরাজ্য : ফিলিস্তিন ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ব্রিটেনের নর্থাম্পটনের আবিংটন স্ট্রীট। ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে নর্থাম্পটনের আবিংটন স্ট্রীটে  ব্রিটিশ-বাংলাদেশী কয়েকজন তরুণের উদ্যোগে মার্চ ফর ফিলিস্তিন এর ব্যানারে গত শনিবার এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির অন্যতম সদস্য আবদুর রকিব, কাউন্সিলর এনামুল হক, সলিসিটর জাবের মিয়া জেপিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সমাবেশে বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ইসরাইল-ফিলিস্তিনি ইস্যুতে বিবিসির নিরপেক্ষতা নীতি ইসরাইলের পক্ষ এ প্রচার করে। বিবিসির পক্ষপাত দুষ্ট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। বক্তারা গাজার উপর থেকে অবিলম্বে ইসরাইলের আবরোধ প্রত্যাহার এবং মসজিদ আল আকসারসহ সব ধরনের হামলা বন্ধের দাবী জানান।

সেই সাথে কয়েক বছর পর পর ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে হলে মার্কিন ও ব্রিটিশ সরকারকে ইসরাইলের কাছে সব ধরনের অস্ত্র বিক্রি বন্ধ করার দাবি জানান বক্তারা। সমাবেশ জুড়ে ফ্রি ফ্রি ফিলিস্তিন ধ্বনিতে মুখরিত ছিল টাউন সেন্টার । বিক্ষোভকারীদের হাতে ফ্রি ফ্রি ফিলিস্তিন,স্টপ আরমিং ইসরাইল ইত্যাদি স্লোগান লেখা ব্যানার ফেস্টুনের সাথে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা নিয়ে উপস্থিত হন সমাবেশে। সর্বস্তরের মানুষের বিক্ষোভ প্রতিবাদ র‌্যালি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।




সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৩




সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.