Sylhet View 24 PRINT

নিউইয়র্কের ব্রঙ্কসে বিজনেস ডেভোলাপমেন্ট ওয়ার্কশপ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০১ ১৪:৩৫:০০

সিলেটভিউ ডেস্ক :: নিউইয়র্কের ব্রঙ্কসে ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রæপ’ আয়োজিত বিজনেস ডেভোলাপমেন্ট ওয়ার্কশপে বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খান বলেছেন, বাংলাদেশী কমিউনিটির প্রায় ৯৯ ভাগ ব্যবসাই শুরু করা হয় সঠিক পরিকল্পনা ছাড়া। যার ফলে অধিকাংশ ব্যবসাই মাঝ পথে বন্ধ হয়ে যায়। এতে অনেকেই মারাত্মক আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন।

ব্যবসা শুরুর আগে অভিজ্ঞ সিপিএ ও আইনজ্ঞদের পরামর্শের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যবসা শুরুর আগেই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণ ধারণাসহ সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগুলে এমনটি হওয়ার কথা নয়।

অভিজ্ঞতা, সুষ্ঠু পরিকল্পনা, ভালো লোকেশন, দক্ষ ব্যবস্থাপনা, উন্নত কাস্টমার সার্ভিস, সুন্দর প্রেজেন্টেশন, হিসাব-নিকাশে স্বচ্ছতা, টিমওয়ার্ক, মালিক-কর্মচারী সুসম্পর্ক, ক্রেতাদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, সর্বোচ্চ সেবা প্রদান, ছোট-খাটো বিষয়কে গুরুত্ব দেয়া, দূরদৃষ্টি, আধুনিক সিস্টেম, ব্যবসার শুরু থেকে শেষ পর্যন্ত সময় দেয়াসহ ইত্যাদি বিষয়ে মনোযোগী হলে ব্যবসায় সফল হওয়া যায় অনায়াসে।

নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টার্লিং বাংলাবাজার এলাকার এশিয়ান পার্টি হলে রোববার (২৯ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এ ওয়ার্কশপে বিষয় ভিত্তিক আলোচনায় মূল আলোচক ছিলেন ইয়াকুব এ খান সিপিএ। ব্যবসা প্রতিষ্ঠাসহ এতে সফল হতে করণীয় এবং এর ব্যর্থতার বিষয়ে কমিউনিটিকে সচেতন করার লক্ষে বিজনেস নেটওয়ার্কিং গ্রæপ এ ওয়ার্কশপের আয়োজন করে।

ওয়ার্কশপে মডারেটর ছিলেন বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন. মজুমদার, মাস্টার অব ল। এছাড়াও আলোচক ছিলেন নিউইয়র্কের হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমস’র রিলেশনশীপ ম্যানেজার রহমান আরশাদ, ম্যাস মিউচ্যুয়াল মেট্রো নিউইয়র্ক’র ফাইন্যান্সিয়াল প্রফেশনাল মোহাম্মদ গাফফার ও সিপিএ আহাদ আলী।

শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ব্যবসায়ী গিয়াস উদ্দিন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।

ওয়ার্কশপে অন্যদের মধ্যে মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ঠিকানার সিনিয়র রিপোর্টার ছন্দা বিনতে সুলতান, এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধীকারী মো. খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, ডা. হেলাল উদ্দিন, নিউইয়র্ক ইন্স্যুরেন্সের সোহেল রানা, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ, কমিউনিটি এক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, আসাদুজ্জামান, রেক্সোনা মজুমদার সহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যবসায়ী, উদ্যোক্তা, মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

‘বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ’র লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশী-আমেরিকান সিপিএ ইয়াকুব এ. খান।

ওয়ার্কশপে মোহাম্মদ এন মজুমদার বলেন, সঠিক আইনকানুন জেনে-বুঝে ব্যবসায় নিয়োজিত হওয়া উচিত। অন্যের দেখাদেখি ব্যবসায় অর্থ বিনিয়োগ করা উচিত নয়। এতে ঝুঁকির আশঙ্কা থেকে যায় অনেক। সঠিক সিদ্ধান্ত নিয়ে ব্যবসা শুরু করলে যেমন লাভবান হওয়া যায়, তেমনী সঠিক পরিকল্পনার অভাবে লস হওয়ারও নানা ঝুঁকি থাকে। তিনি বলেন, কোন প্রতিষ্ঠানে ১২৫ জনের নীচে এমপ্লয়ী থাকলে সেটি স্মল বা ক্ষুদ্র ব্যবসা হিসেবে গন্য হয়। স্মল ব্যবসায়ীদের নিউইয়র্ক সিটি ও স্টেট নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকে। সহজ শর্তে লোনেরও ব্যবস্থা রয়েছে তাদেও জন্য।

অন্যান্য আলোচকরাও ব্যবসায় সফলতার বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরেন। তারা ব্যবসা শুরুর পূর্বে বিবেচ্য বিষয়, ব্যবসা পরিচালনায় জ্ঞান অর্জনের গুরুত্ব, উদ্যোক্তা হিসেবে আইনী বিষয়, দীর্ঘ মেয়াদী  পরিকল্পনা, ব্যাংকিং, ফাইনন্সিয়াল ডাটা রিপোর্ট পর্যালোচনাসহ আবশ্যকীয় নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তারা ব্যবসার সঠিক পরিকল্পনা, ধরণ, পুঁজি, ব্যাংক লোন, এ্যামপ্লয়ী, কাস্টমার সার্ভিস, লোকেশন, আয়-ব্যয় সুষ্ঠু ব্যবস্থাপনাসহ ব্যবসার খুঁটিনাটি অনেক বিষয তুলে ধরেন।

পরে উপস্থিত ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্যানেলিস্টগণ। বিপুল সংখ্যক ব্যবসায়ী এ ওয়ার্কশপে যোগ দেন।

উপস্থিত ব্যবসায়ীরা এ ধরনের আয়োজনের জন্য বিজনেস নেটওয়ার্কিং গ্রুপকে সাধুবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/১ আগস্ট ২০১৮/ডেস্ক/এক


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.