Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্র থেকে এক ক্লিকেই টাকা পৌঁছে যাবে বাংলাদেশে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-০৬ ০০:২৮:৩৭

বৈধ পথে আরও বেশি প্রবাসীর রেমিটেন্সের অর্থ বাংলাদেশে নেয়ার পথ সুগম করতে যুক্তরাষ্ট্রের সিবিডব্লিউ ব্যাংকের সাথে চুক্তি করলো রূপালী ব্যাংক। শনিবার দুপুরে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বেলাজিনো পার্টি হলে অনাড়ম্বর এক অনুষ্ঠানে রুপালী ব্যাংক লিমিটেডের পক্ষে চেয়ারম্যান মঞ্জুর হোসেন এবং এমডি আতাউর রহমান প্রধান এবং সিবিডব্লিউ ব্যাংকের প্রেসিডেন্ট সুচিত্রা পদ্মামানভন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় রেমিটেন্স কোম্পানি ‘ফামাক্যাশ’র সিইও ড. সাইফুল খন্দকার, পরিচালক ইঞ্জিনিয়ার আবু হানিপ, হোসেন সিরাজী, ফামাক্যাশ’র বাংলাদেশের এমডি খাজা রেহান বখত, সমন্বয়কারি হাসানুজ্জামান হাসান, রবিউল আলম, মঞ্জুর হোসেনসহ শীর্ষ কর্মকর্তারাও ছিলেন।

চুক্তি স্বাক্ষরের পর রূপালী ব্যাংকের এমডি ও সিইও আতাউর রহমান প্রধান বলেন, জাতীয়ভিত্তিক তালিকায় রপালী ব্যাংক চতুর্থ শীর্ষস্থানীয় হলেও অনলাইন ব্যাংকিংয়ে সবার শীর্ষে রয়েছে। এর ৫৬৫টি শাখার সবগুলোতেই অনলাইন ব্যাংকিং চালু রয়েছে। এ চুক্তির মধ্য দিয়ে রূপালী ব্যাংকের দিগন্ত আরও প্রসারিত হলো। এখন ফামাক্যাশ’র মাধ্যমে এক ক্লিকেই প্রবাসীদের ডলার বাংলাদেশে যে কোন স্থানে পৌঁছে যাবে। মোবাইল ব্যাংকিংয়ের জগতে এ এক অবিস্মরণীয় অধ্যায়ের সংযোজন ঘটলো।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.