Sylhet View 24 PRINT

নিউইয়র্কে সন্ত্রাসবাদে দোষী সাব্যস্ত বাংলাদেশি আকায়েদ উল্লাহ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৮ ০০:৪২:৩১

বোমা ফাটিয়ে টাইমস স্কোয়ার লাগোয়া পোর্ট অথরিটি বাস টার্মিনালে বহু আমেরিকানকে হত্যা চেষ্টায় লিপ্ত হবার দায়ে বাংলাদেশি আকায়েদ উল্লাহ(২৮)কে দোষী সাব্যস্ত করল নিউইয়র্ক ফেডারেল কোর্টের জুরিরা। গত ৬ নভেম্বর ১২ সদস্যের জুরিবোর্ড সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন ধরনের ৬ অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করেন। এনআরবি নিউজ।

সরকারি আইনজীবী জিয়োফ্রে এস বারমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন, গত ১১ ডিসেম্বর সকালে প্রচণ্ড ভিড়ের সময় টাইমস স্কোয়ার পাতাল রেল স্টেশনের সুড়ঙ্গ পথ ধরে পোর্ট অথরিটি বাস টার্মিনালে যাবার সময় বুকে বেঁধে রাখা পাইপ বোমা বিস্ফোরিত হয়। এতে আকায়েদ উল্লাহ ছাড়াও আরও ৩ পথচারি আহত হন। ফেডারেল জুরিবোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে এটাই প্রমাণিত হলো যে আমেরিকা ধ্বংসযজ্ঞ অথবা হিংসা-বিদ্বেষের রাজনীতিতে উজ্জীবিত নন। ফেডারেল জজ রিচার্ড সুলিভানের এজলাসে এ রায় ঘোষণা করা হয়। এ সময় এজলাসে থাকা আকায়েদ উল্লাহ ভাবলেশহীনভাবেই দাঁড়িয়ে ছিলেন।

তবে তার পক্ষাবলম্বনকারী এটর্নিকে পাশ কাটিয়ে আকায়েদ উল্লাহ আদালতের উদ্দেশ্যে বলেন, সে আইসিসের পারপাস সার্ভ করার জন্যে এহেন হত্যাযজ্ঞে উদ্বুদ্ধ হননি। তিনি আইসিসের সমর্থকও নন। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের ব্যাপারে কিছু পদক্ষেপ তাকে ক্ষিপ্ত করেছে, প্রতিশোধ পরায়ণ করেছে আত্মঘাতী হামলায়। এ মামলার শুনানির সময় ব্রুকলিনের বাসা থেকে বের হয়ে সাবওয়ে ধরে টাইমস স্কোয়ার স্টেশনে নামার পর হেঁটে সুড়ঙ্গ পথ অতিক্রমকালে পাইপ বোমা বিস্ফোরিত হবার ভিডিও চিত্র প্রদর্শন করা হয় সরকারের পক্ষ থেকে। সন্দ্বীপের সন্তান আকায়েদ উল্লাহ অভিবাসন ভিসায় ২০১১ সালে নিউইয়র্কে আসার পর কিছুদিন ট্যাক্সি চালিয়েছেন। এরপর চট্টগ্রামের মিরসরাই উপজেলার এক প্রবাসীর ফার্মে কাজের সময় পাইপ বোমা তৈরির পরিকল্পনা করেন। আকায়েদের স্ত্রী-সন্তানরা বাস করছেন রাজধানী ঢাকার জিগাতলায়। নতুন বছরের শুরুতেই আকায়েদ উল্লাহ্্র বিরুদ্ধে কারাদণ্ডের মেয়াদ জানিয়ে দেবেন একই বিচারপতি।


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.