আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

নিউইয়র্কে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-১৮ ১২:৫৫:০৯

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত “ধানের শীষ” প্রতীকের প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৬ ডিসেম্বর) ব্রঙ্কসে আল আকসা রেষ্টুরেন্ট পার্টি হলে ‘মৌলভীবাজার জেলাবাসী যুক্তরাষ্ট্র’র ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে স্ব স্ব এলাকায় জনমত গঠনকল্পে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান হয়। বক্তারা বলেন, ঐক্যফ্রন্ট প্রার্থীদের বিজয় নিশ্চিত করে বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।

সাবেক ছাত্রনেতা লায়েক তরফদারের সঞ্চালনায় এ সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি এক্টিভিষ্ট ও বিএনপি নেতা সৈয়দ সালেহ আহমদ। সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়া, মৌলভীবাজার-১ আসনের প্রার্থী নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী এম নাসের রহমান ও মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জিল্লুর রহমান জিল্লু, আবু সাইদ আহমদ, আহবাব চৌধুরী খোকন, আবদুল হক শিপলু, জাবেদ আহমদ, টিটু চৌধুরী বোরুন দে, রেজাউল আজাদ ভূইয়া, আলমগীর কবির শামীম, জুবায়ের খান জুয়েল, তপোধীর রায়, রিপন আহমেদ, শিবলু রহমান, সিফু আহমেদ, বশির আহমেদ, হাবিবুর রহমান, কামরুল হাসান, সুমন মোহাম্মদ প্রমুখ।

সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত ও গণতন্ত্র পুনরুদ্ধার সহ জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে নির্বাচনের মাঠে থাকার অনুরোধ জানান। তারা বলেন, আওয়ামী লীগ সরকার দেশকে ধ্বংস করেছে, দেশের মানুষের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালাচ্ছে।

বক্তারা বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মানুষের শান্তি ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশকে আবারও গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/ ১৮ ডিসেম্বর ২০১৮/ এসএইচএস / আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে