আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

মৌলভীবাজারের ৪টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে নিউইয়র্কে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১২-২৭ ১৩:৪১:৫৯

বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার ৪টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছে ‘যুক্তরাষ্ট্রস্থ মৌলভীবাজার জেলাবাসী’। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি রেষ্টুরেন্টে মৌলভীবাজারের ৪টি আসনের মহাজোট মনোনীত প্রার্থীদের সমর্থনে স্থানীয় সময় ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাতে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় এ আহ্বান জানান হয়।

কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ সিদ্দিকুল হাসানের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, গণসংযোগ সম্পাদক কাজী কয়েস, আওয়ামীলীগ নেতা শাহীন আজমল, কমিউনিটি এক্টিভিস্ট আনছার হোসাইন চৌধুরী, আবদুল মুছব্বির, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সাবেক ছাত্রনেতা সাখাওয়াত আলী, আজমল হোসেন খান, মুজিবুর রহমান, নজরুল রহমান, তোফায়েল আহমেদ তপুর, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আনসারী, আজিজুর রহমান, পংকি মিয়া, চমন এলাহী, মিয়া মো. আলতাব, আবদুল জব্বার, মহিদুল ইসলাম, আনকার মিয়া প্রমুখ।

‘যুক্তরাষ্ট্রস্থ মৌলভীবাজার জেলাবাসী’র আয়োজনে এ সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সোহান আহমদ টুটুল, তজম্মুল হোসেন, মো. হারুন আলী, হেলাল খান, সৈয়দ রুহুল করিম কুটি, এনায়েত হোসেন জালাল, আজাদ হোসেন, সৈয়দ রুহুল, শাহীন হাসনাত, রবিন আহমদ, নান্টু মিয়া, আনোয়ার চৌধুরী পারেক, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা হুমায়ূন আহমেদ চৌধুরী প্রমুখ। সভাটি পরিচালনা সাবেক ছাত্র নেতা আহমেদ জিলু। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।

বক্তারা বলেন, বাংলাদেশকে আগামী ২০২১ এ মধ্যম আয়ের এবং ২০৪১ এ উন্নত দেশে পরিণত করতে বর্তমান সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। প্রবাসীরা যাতে সহজে দেশে বিনিয়োগ অব্যাহত রাখতে সেজন্য প্রবাসীবান্ধব সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। তারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনেক। তাই প্রবাসীদের কথা গুরুত্বের সাথে বিবেচনা করেন দেশের মানুষ।

বক্তারা বলেন, মৌলভীবাজার জেলার ৪টি আসনে মহাজোট মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রবাসীদের যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এসময় সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে ‘মহাজোট মনোনীত প্রার্থীদের’ প্রচারণা চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। ৩০ ডিসেম্বর নির্বাচনের দিন পর্যন্ত ফোন-সোসাল মিডিয়ায় গণসংযোগের মাধ্যমে মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আয়োজকদের প্রতি জানান বিশেষ কৃতজ্ঞতা এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আয়োজনের জন্যে।

সিলেটভিউ২৪ডটকম/২৭ ডিসেম্বর ২০১৮/প্রেবি/ আআ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র খবর

  •   নিউইয়র্ক পুলিশে প্রথম নারী বাংলাদেশি ফজিলা
  •   নিউইয়র্কে ইউএস বাংলা অনলাইন প্রেসক্লাবে মেহেদী কাবুল সংবর্ধিত
  •   কমিউনিটি নেতা শাহিনের খুনীদের শাস্তির দাবীতে আমেরিকাতে প্রতিবাদ সমাবেশ
  •   আমেরিকার মিশিগানে হচ্ছে প্রথম স্থায়ী শহিদ মিনার
  •   নিউইয়র্কে পিতার জীবন বাঁচাতে বাঙালি যুবকের কিডনি দান
  •   জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ভারপ্রাপ্ত সেক্রেটারি লোকমান
  •   স্বাধীনতার সূবর্নজয়ন্তীতে মিশিগান স্টেট যুবলীগের আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন
  •   ২৫ মার্চ ‌‘গণহত্যা দিবস’ ঘোষণার দাবি মিশিগান স্টেট ছাত্রলীগের
  •   নিউইয়র্কে কাইযুম চৌধুরীর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
  •   জুয়েল সাদতের "সাদা মার্জিন" বেরিয়েছে