Sylhet View 24 PRINT

যে শহরের 'মেয়র' একটি ছাগল!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৪:৩৯:৪৫

 
এক অভিনব ব্যাপারই বটে! রাজনীতির সঙ্গে জড়িয়ে গেল ছাগলের নাম। আমেরিকার একটি রাজ্যের এক শহরে 'সম্মানজনক মেয়র' হিসেবে নিয়োগ পেল একটি ছাগল!

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যের ফেয়ার হ্যাভেন শহরে ছিল সাজসাজ রব। অন্যান্য নির্বাচনের মতোই সেদিন ভোট দিতে আসেন বাসিন্দারা। তবে সেই মেয়র নির্বাচনে প্রার্থী হিসেবে ছিল কুকুর, বিড়াল আর ছাগলের মতো প্রাণী।

বার্তা সংস্থা এএফপি বলছে, ২৫০০ মানুষের ছোট্ট শহরটির নির্বাচনে ভোট খুব কম পড়েছে ঠিকই তবে এর মধ্যেও বেশ ব্যবধানে জিতেছে তিন বছর বয়সী লিংকন নামের ছাগলটি। ১৫ প্রার্থীকে পেছনে ফেলেছে সে। লিংকন পেয়েছে ১৩ ভোট। ভোট পড়েছে ৫৩টি।

শহরটির কোনও অফিসিয়াল মেয়র নেই। মেশিগানের একটি ঘটনা পত্রিকায় পড়ে পশুদের নিয়ে নির্বাচনের উদ্যোগ নেন নগর ব্যবস্থাপক জোসেফ গুন্টার। এরপরই তিনি এ নির্বাচনের ব্যবস্থা করেন। একটি খেলার মাঠের আর্থিক সংস্থানের জন্য তিনি এ উদ্যোগ নেন বলে জানিয়েছেন।

নবনির্বাচিত 'মেয়র' হওয়া ছাগলটি একটি স্কুলের গণিতের এক শিক্ষকের। সে আগামী এক বছরের জন্য তার 'দায়িত্ব পালন' করবে বলে এএফপি জানিয়েছে। এই সময়ের মধ্যে নগরের বড় বড় অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে সে।

নগর ব্যবস্থাপক জোসেফ বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় প্রার্ণীদের সর্ম্পৃক্ত করার এই ব্যাপারটি খুবই দারুণ। প্রথমবারের নির্বাচনে ভোটার সংখ্যক অল্প হলেও আগামীতে মানুষের অংশগ্রহণ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সিলেটভিউ ২৪ডটকম/ ৯মার্চ ২০১৯/মিআচ

সৌজন্যেঃসমকাল

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.