Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্রে বেকারভাতার আবেদন ৩৩ লাখ ছাড়িয়েছে

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-২৮ ১৭:৫৪:৫৮

তোফায়েল রেজা সোহেল, যুক্তরাষ্ট্র (মিশিগান) :: যুক্তরাষ্ট্রে বেকারভাতা পাওয়ার জন্য ৩৩ লাখ (৩.৩ মিলিয়ন) আবেদন জমা পড়েছে সংশ্লিষ্ট বিভাগে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলেছে, ১৯৮২ সালের ৬ লাখ ৯৫ হাজারের রের্কড ভঙ্গ করে এবারের বেকারত্বের হার নতুন রের্কড গড়েছে। বেকারভাতা পাওয়ার জন্য ১৯ এপ্রিল থেকে ২৬ এপ্রিল  (বৃহস্পতিবার) পর্যন্ত ৩৩ লাখ আবেদন জমা পড়েছে শ্রম বিভাগে। মিশিগান স্টেটে ১ লাখ ২৭ হাজার মানুষ বেকার ভাতার জন্য আবেদন করেছেন। 
জানা গেছে,  যুক্তরাষ্ট্রের প্রতিটা অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এজন্য বন্ধ হয়ে গেছে শিল্প প্রতিষ্ঠান এবং হোটেল-রেস্টুরেন্ট সহ ক্ষুদ্র ক্ষুদ্র দোকানপাট। কর্মহীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। অনেক স্টেটে 'লকডাউন' ঘোষণার পর গৃহবন্দী জীবন কাটাচ্ছেন লোকজন। জরুরি প্রয়োজন ছাড়া কেউই বেরুচ্ছেন না ঘর থেকে। অনেকে পড়েছেন প্রচন্ড আর্থিক চাপে।
দেশটির অর্থনীতিবিদরা বলেছেন, বেকারত্বের হার অনেকটা রাবার টানার মত দীর্ঘ হচ্ছে।  এপ্রিল মাসে ৪ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। অবশ্য এ ধকল কাটিয়ে উঠতে স্পেশাল ২ লাখ কোটি (২ ট্রিলিয়ন ডলার) ডলারের অর্থনৈতিক প্যাকেজ (প্রণোদনা) বিল মঙ্গলবার পাস করেছে সিনেট এবং হোয়াইট হাউস। বেকারভাতা দেয়া হবে চার মাস। 
বেকারভাতা আবেদন প্রার্থীরা বলেছেন, নিউইয়র্ক,  মিশিগান ও ওরেগনসহ কয়েকটি স্টেটের ওয়েবসাইট অতিরিক্ত আবেদন করার জন্য ক্র্যাশ করেছে। 
অর্থনীতিবিদ মার্থা গিম্বল গণমাধ্যমে মতামত দেন, লকডাউনের কারণে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়ায় আমেরিকার অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। চাকরি ছাঁটাইয়ের মাত্রা সামনের দিনে আরও বাড়বে। 
আজ ২৭ মার্চ এ রিপোর্ট লেখার সময় পুরো যুক্তরাষ্ট্রে ৯২ হাজার ৯৩২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৯ জন বাংলাদেশীসহ মারা গেছেন ১ হাজার ৩৮০ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ শ ১২ জন।

সিলেটভিউ২৪ডটকম/২৮ মার্চ ২০২০/এসএইচ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.