Sylhet View 24 PRINT

মিশিগানে ব্ল্যাক লাইফ ম্যাটার র‍্যালি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-১৬ ০১:৪৭:০৭

সিলেটভিউ ডেস্ক :: মিশিগান বাংলাদেশী আমেরিকান ডেমেক্রেটিক ককাস (এমআই বি এ ডি সি) এর উদ্যোগে আজ রবিবার ১৪ই জুন হ্যামট্রামিক শহরে বিপুল সংখ্যক মানুষের উপস্হিতিতে বিশাল ব্ল্যাক লাইফ ম্যাটার র‍্যালি অনুষ্ঠিত হয়। 
রেলীতে বাংলাদেশী আমেরিকান, আফ্রিকান আমেরিকান, ইয়েমেনী কমিউনিটি, ভারত, পাকিস্তান, বসনিয়ান, ককেসিয়ান, পলিশ কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির শত শত মানুষের উপস্হিতি ছিলো চোখে পড়ার মতো। নানা রংঙের পোষ্টার, ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে গগন বিদারী শ্লোগানে হ্যামট্রামিক শহরের কোনান্ট (বাংলাদেশ এভিনিউ) আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে। 
রেলীটি হ্যামট্রামিক শহরের স্হানীয় আলাউদ্দিন রেষ্টুরেন্টের সামনে অনুষ্ঠিত হয়। এতে মুলধারার জনপ্রতিনিধি, রাজনীতিক, আন্চলিক সামাজিক, ব্যবসায়িক সংগঠন ও বিএডিসির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির মুল পরিচালনায়  ছিলেন বিএডিসির বর্তমান সভাপতি মোহিত মাহমুদ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন বিএডিসির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি ড. নাজমুল হাসান শাহীন। 
মিশিগান অঙ্গ রাজ্যের  কংগ্রেসওম্যান ব্রেন্ডা লরেন্স স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে রেলীর মুল পর্ব শুরু হয়। পরে জর্জ ফ্লয়েড এর প্রতি সন্মান জানিয়ে হাঁটুর উপর সবাই বসে এক মিনিট নিরবতা পালন করেন। রেলীটি আলাউদ্দিন রেষ্টুরেন্ট থেকে শুরু হয়ে কোনান্ট ষ্ট্রীট হয়ে হ্যানট্রামিক সিটি হলের সামনে জমায়েত হলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে ব্ল্যাক লাইভস ম্যাটারের উপর বক্তব্য রাখেন হ্যামট্রামিক সিটি মেয়র ক্যারেন ম্যাজ্স্কিী, ডেমোক্রেটিক পার্টির ১৪ ডিস্ট্রিক কমিটির চেয়ারম্যান রিক ব্লকার, হ্যামট্রামিক সিটির প্রাক্তন কাউন্সিলম্যান কাজী মিয়া, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ব্যাপাক সহ-সভাপতি ও কাউন্সিলম্যান কামরুল হাসান, কাউন্সিলম্যান ইয়ান পেরোটা, ব্যাপাক সহ-সভাপতি কামাল আহাম্মেদ, মিশিগান স্টেইট ৪নং জিস্ট্রিক্ট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী সাহাব আহাম্মেদ সুমিন, আব্রাহাম আয়াস ও মিশেল ওভাল হোল্ডজার, আফ্রিকান আমেরিকান কমিউনিটির প্রতিনিধি এনা জ্যাকসন ও জ্যাকি ওয়াল্টন, ওয়ান হ্যামট্রামিক ডাইরেক্টর বিল মায়ার্স, ওয়ারেন কাউন্টি প্রসিকিউটর প্রার্থী সায়মা রহমান খলিল, কমিউনিটির তরুন নেতা শাহেদুর চৌধুরী জাবেদ, ওয়েইন কাউন্টি শেরিফ অফিসের চীফ রবার্ট ডানলাপ, হ্যামট্রামিক পুলিশ চীফ এনি মইস, হ্যামট্রামিক সিটি পুলিশ সেইফটি চীফ ম্যাক্স গরবিয়ানো, বিএডিসির প্রতিষ্ঠাতা ড. নাজমুল হাসান শাহীন প্রমুখ।
মিশিগান বিএডিসির নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন সভাপতি মোহিত মাহমুদ, এক্সিকিউটিভ ভিপি নজরুল ইসলাম শামীম, জেনারেল সেক্রেটারী জিয়া হক, সহ সভাপতি জাবেদ চৌধুরী, সহ-সভাপতি বকুল তালুকদার, সহ-সভাপতি কাউসার দেওয়ান, সহসভাপতি ফয়সল আহাম্মদ, সহ-সভাপতি আপেল মাহমুদ, সহসভাপতি সালমা সাঈফ, সহসভাপতি আজিজ চৌধুরী, ৯নং কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মো: সোলায়মান, ১৩ নং কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান গিয়াস তালুকদার, ১৪ নং কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রেজাউল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারী মন্জুরুল করিম তুহিন, জয়েন্ট সেক্রেটারী নাঈম চৌধুরী, শিক্ষা বিষয়ক সেক্রেটারী জিয়াউদ্দিন জয়, ক্ষুদ্র ব্যাবসা বিষয়ক সেক্রেটারী আবুল আজাদ, সহকারী ট্রেজারার সাবুল হোসাইন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো: কামরুজ্জামান প্রমুখ। আরো উপস্হিত ছিলেন প্রাক্তন সভাপতি জুবারুল চৌধুরী খোকন, প্রাক্তন এক্সিকিউটিভ ভিপি ও বোর্ড ও ট্রাস্টি মেম্বার সোলায়মান বাহার, ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির ডাইভারসিটি কমিটির চেয়ারম্যান খাজা সাহাবউদ্দিন, ও ডেমোক্রেটিক পার্টির ১৪ ডিস্ট্রিক কমিটির সহ-সভাপতি সৈয়দ আলী রেজা।
অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দের মাঝে উপস্হিত ছিলেন সৈয়দ ইকবাল হোসেন বকুল, আতিকুল হক শামীম, আজিজ সুমন, আব্দুস সুকুর মাখন, সৈয়দ সালেক, মো. মুমিন, লুৎফর তাহের, মাসুদ চৌধুরী জুম্মন, শেখ জুনায়েদ, মাওলানা হাফিজ ফখরুল, আব্দুস শহীদ, মোশাররফ চৌধুরী লিটু, সেলিম আহাম্মেদ, শাহাদাত হেসেন মিন্টু, ফয়সল চৌধুরী, বেলাল চৌধুরী প্রমুখ। আমন্ত্রিত অতিথিদের মাঝে আরো উপস্হিত ছিলেন ইউ এস সিনেটর গ্যারী পিটার্সের প্রতিনিধি ও ডিস্ট্রিক ডাইরেক্টর করি হল, হ্যামট্রামিক সিটি কাউন্সিলর মোহাম্মদ আল মাসারী, ক্যান্টন সিটি বোর্ড অব ট্রাস্টি প্রার্থী তানিয়া গাঙ্গুলি প্রমুখ।
ব্ল্যাক লাইভস ম্যাটার মুভমেন্ট আগামী নির্বাচন পর্যন্ত চালু রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে রেলীটি শেষ হয়।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.