Sylhet View 24 PRINT

মিশিগানের নির্বাচনে সিলেটের খাজা শাহাব আহমদের বিজয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-০৬ ১১:৩১:১৯

সিলেটভিউ ডেস্ক :: আমেরিকার মিশিগান স্টেট, ম্যাকম্ব-কাউন্টির-কাউন্টি ডেলিগ্যাট পদে ২৮৮ ভোটে Precinct Delegate হিসেবে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত হয়েছেন সিলেটের কানাইঘাটের সন্তান ড. খাজা শাহাব আহমদ। গত ৪ আগস্ট তিনি এ পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি একজন পেয়েছেন ৩ ভোট, একজন ১ ভোট ও একজন ০ ভোট।

উল্লেখ্য, খাজা শাহাব আহমদ বাংলাদেশের ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা, সিলেটের এম সি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্রনেতা, মানুষের অধিকার আদায়ে স্বোচ্চার, ব্যক্তি হিসেবে অত্যন্ত বিনয়ী, দানশীল, শিক্ষানুরাগী এবং পরোপকারী ছিলেন।

বাংলাদেশি বংশোদ্ভূত সিলেট জেলার কানাইঘাট থানার খাজা বাড়ির সন্তান সাবেক নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি ছাত্র সংসদের (সিনেটর) সাংসদ খাজা শাহাব আহমদ আগামী ৩ নভেম্বর ২০২০ আমেরিকার জাতীয় নির্বাচনে মিশিগানের ওয়ারেন সিটির Fitzgerald School District বোর্ডের (ছয় বছর মেয়াদি) নির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে লড়বেন।

খাজা শাহাব আহমদ, ওয়ারেন সিটির প্রথম বাংলাদেশি প্যানেল কাউন্সিলর, প্রথম ওয়ারেন সিটি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল ডাইভার্সিটি চেয়ারম্যান, মিশিগান স্টেট রিপ্রেজেনটেটিভ লরি স্টোনের কমিউনিটি আউট-রিচ ডিরেক্টর, মিশিগান-বি,এ,ডি.সি. (মিশিগান-বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক ককাসের) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও খাজা শাহাব আহমদ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের এক্সিকিউটিভ মেম্বার ও খাজা ট্রাস্টের চেয়ারম্যান।

প্রথম বাংলাদেশী হিসেবে খাজা শাহাব আহমদের এ বিজয়ে প্রবাসিদের মধ্যে আনন্দের বিরাজ করছে এবং খাজা শাহাব আহমদ তার এ বিজয়ে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ও সবার দোয়া কামনা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/৬ আগস্ট ২০২০/ডেস্ক/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.