Sylhet View 24 PRINT

নিউ ইয়র্ক'র ওজনপার্কে আওয়ামী পরিবারের জাতীয় শোক দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৯ ১৬:২৩:০৩

সিলেট ভিউ ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে  নিউইয়র্ক'র ওজনপার্কে’র আল মদিনা পার্টি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।

যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযাদ্ধা আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএস এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু , বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মানবাধিকার বিষয়ক সম্পাদক মিছবাহ উদ্দিন , বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতি ইউএস এর উপদেষ্টা মোস্তফা কামাল , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সম্পাদক কফিল উদ্দিন বুরহান , বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ -সভাপতি ও দুবাগ ইউনিয়নের চেয়ারম্যান নাজিম উদ্দিন , যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা খসরুজজামান খসরু , মুডিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম , নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শিমুল হাসান , সহ সভাপতি ও বিয়ানী বাজার সরকারী কলেজের সাবেক জিএস ফারুকুল হক, যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হেলিম উদ্দিন , আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল বাবর , বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ আলিম , যুবনেতা ফজলে রাবিব সেবুল ।

সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৭৫’র সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং বলেন এ দেশের মুক্তি সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে ।যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু মানুষের মনে চিরজাগ্রত থাকবেন । বিশ্ব মানবতার মহান নেতা বঙ্গবন্ধু আজ সারা বিশ্বের আদর্শের প্রতীক। বঙ্গবন্ধুর হত্যার বিচারের মাধ্যমে সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বসভায় কলংকমুক্ত করেছেন। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির যুগ্মসচিব যুবনেতা আব্দুল কুদ্দুস টিটু । সভা পরিচালনা করেন শোক সভা উদযাপন কমিটির সচিব জনাব আব্দুল হাসিব ।

সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা   ফখর উদ্দিন, বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আং হক মনিয়া, গোলাম মর্তুজা ,জালাল আহমদ, আলাল উদ্দিন, কামাল আহমদ , যুবনেতা খয়রুল হক, যুবনেতা সাব্বির আহমদ প্রমুখ ।সভা শেষে শিরনী বিতরন  করা হয় ।


সিলেট ভিউ ২৪ ডটকম/ ১৯ আগস্ট ২০২০/পিটি/প্রেবি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.