Sylhet View 24 PRINT

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে ভ্রাম্যমান কনস্যুলার সেবা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৩-০১ ১০:৪৮:৩৫

সিলেট ভিউ ডেস্ক : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ৫ দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ দূতাবাস ভ্রাম্যমান কনসুল্যার সার্ভিসের উদ্যোগে গত শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এই কার্যক্রম শুরু হয়েছে।

ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারী আশফাকুল নোমানের নেতৃত্বে ৪ সদস্য এই সেবা প্রদান করছেন । করোনার কারণে শুধু অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে এই সেবা দেওয়া হচ্ছে।

জানা যায়, গত শুক্রবার ২৬ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ মংগলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরের কাবাব হাউজে এই সেবা চলছে। ভ্রাম্যমান কনসুল্যার সার্ভিসে মধ্যে ডিজিটাল ই-পাসপোর্ট, পাসপোর্ট নবায়ন, পাওয়ার অব এ্যার্টনি, নো-ভিসা রিকোয়ার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা প্রদান করা হচ্ছে। মিশিগানের কাবাব হাউস রেষ্টুরেন্টে ৫ দিনব্যাপী কনসুল্যার সেবা প্রদান শুরু।

ভ্রাম্যমান কনসুল্যার সার্ভিসের আয়োজকদের মধ্যে যারা নিরালস ভাবে কাজ করছেন তারা হলেন-আব্দুস শাকুর খাঁন মাখন, মুহিত মাহমুদ, খাজা শাহাব আহমদ, শেখ বদরুদ্দোজা জুনেদ, মো: সাবুল হোসেন, মোঃ জাহেদ মাহমুদ আজিজ (সুমন) নুরুজ্জামান এখলাছ, তাহের লুৎফর, মো: রাসেল,রুম্মান আহমেদ চৌধুরী ইভান,সৈয়দ ইয়াহিয়া,রুম্মান আহমদ স্বাগত,হিমেল দাস,খাজা আফজাল হোসেন ,ইমরান এইচ নাহিদ,হাসিন হাসনাত,সায়মা সহ অনেকে। সেবা পেয়ে মিশিগান বসবাসরত বাংলাদেশীরা এই ধরণের ভ্রাম্যমান কনসুল্যার সেবা প্রদানের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-৩

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.