আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

২১ আগস্ট মামলার রায়ে ফিনল্যান্ড বিএনপির নিন্দা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১০-১০ ১৭:১২:৫৩

ফিনল্যান্ড থেকে এমরান খান :: একশে আগস্ট গ্রেনেড হামলার রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে ফিনল্যান্ড বিএনপি।

বুধবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা সরকারের এই ‘ইশারার রায়ে’ ক্ষুব্ধ।

ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ ও মোকলেসুর রহমান চপল ছাড়াও বিবৃতিতে সই করেন এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী।

বিবৃতিতে তারা বলেন, “একুশে আগস্টের ঘটনায় আমরাও ব্যথিত, আমরাও চেয়েছিলাম নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার হোক। তবে রাজনৈতিক বিরোধী শক্তিকে দমনের হাতিয়ার হিসেবে এই রায় ব্যবহার করায় সারাদেশের মানুষের সঙ্গে আমরাও ক্ষুব্ধ, আমরাও এই রায় প্রত্যাখ্যান করছি।”

“বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। কোনো মিথ্যা মামলা বা সরকারের ইশারার রায়ে বিএনপিকে দমন করা যাবে না।”

আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়নি বলেও মন্তব্য এসেছে ফিনল্যান্ড বিএনপির বিবৃতিতে।

অন্যদের মধ্যে স্বাক্ষর করেন প্রদীপ কুমার সাহা, মোস্তাক সরকার, মিজানুর রহমান মিঠু, তাপস খান, আলাউদ্দিন আহমেদ, শাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আশরাফ উদ্দিন, নাজমুল হাসান লিটন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল,আজহার খান প্রমুখ।

রায়ের নিন্দা জানিয়ে তারা বলেন, “দেশ থেকে যে সুবিচার উঠে গেছে তা এই মামলার রায় থেকেই প্রতীয়মান।“

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ওই রায়ে।

সিলেটভিউ২৪ডটকম/১০ অক্টোবর ২০১৮/সং/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক অন্যান্য দেশ খবর

  •   সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারে বিশ্ব সাংবাদিক ফোরাম ও নাগরিক সমাজের প্রতিবাদ
  •   স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
  •   ফিলিস্তিনিদের ওপর হামলায় স্পেনে বিক্ষোভ
  •   ফিনিশ সিটি কাউন্সিল নির্বাচনের লড়াইয়ে বাংলাদেশি মবিন
  •   স্পেনে স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতর উদযাপন
  •   স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার
  •   স্পেনে প্রথম করোনা ভাইরাসের ভারতীয় স্ট্রেইন শনাক্ত
  •   স্পেনের রাজার কাছে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয় পত্র পেশ
  •   স্পেনে আঞ্চলিক নির্বাচনে বাংলাদেশীদের সমর্থন আদায়ে মাদ্রিদে প্রচারণা
  •   অপশক্তির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহবান স্পেন আ.লীগের