Sylhet View 24 PRINT

ইতালিতে সামাজিক সংগঠন 'একতা'র আত্মপ্রকাশ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-১১-০৭ ০১:২১:১৪

ইতালির রোমে তরুণ ব্যবসায়ীরা একে অপরের পাশে দাঁড়াতে গঠন করেছে আর্থ সামাজিক সংগঠন ‘একতা’। রোমের তুসকোলনা একটি হল রুমে দুই শতাধিক তরুণ ব্যবসায়ীদের আলোচনা সভার মাধ্যমে একতা নামে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

কাজী মামুনের সভাপতিত্বে ও এনায়েত হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফারুক মাতবর, হাফিজুর রহমান, নুর ইসলাম মাতবর, সাজ্জাদ হোসাইন, সুমন আহম্মেদ উজ্জল, মিয়া আতিক, মোস্তফা কামাল, মোশাররফ হোসেন মামুনসহ আরো অনেকে।

এ সময় উদ্যোক্তারা বলেন, প্রবাসে কেউ কারো সহযোগীতায় এগিয়ে আসি না, কেউ মারা গেলে যাতে লাশ পাঠাতে কারো কাছে হাত পাততে না হয়, এই জন্য আমাদের এই সংগঠন। একতা সংগঠন ঐক্যবদ্ধভাবে একে অপরের উপকারে আসবে। দুইশত ইউরো দিয়ে যে কেউ সদস্য হতে পারবে আবার চাইলে যে কোন সময় তার সদস্য পদের জমাকৃত অর্থ তুলে নিতে পারবে।

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.