Sylhet View 24 PRINT

বিনম্র শ্রদ্ধায় নাইজেরিয়াতে জাতীয় শােক দিবস পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৮-১৬ ১৩:০১:১৯

নাইজেরিয়া সংবাদদাতা :: নাইজেরিয়ার রাজধানী আবুজায় বাংলাদেশ হাইকমিশন যথাযােগ্য মর্যাদা ও অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালন করে।

জাতীয় শােক দিবস উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে হাইকমিশন চত্বরে মিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে হাইকমিশনার মাে. শামীম আহসান জাতীয় পতাকা অর্ধনমিতকরনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন।

কর্মসূচির দ্বিতীয় পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহিদ সদস্যবৃন্দের আত্মার মাগফেরাত কামনায় হাইকমিশনে বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়।

সন্ধ্যায় আলােচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়ােজন করা হয়।

শুরুতে হাইকমিশনার, মিশনের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করেন।

শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় । জাতীয় শােক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়। আলােচনা সভায় বক্তারা জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অর্জন সম্পর্কে আলােকপাত করেন।

তারা বঙ্গবন্ধুর স্বপ্ন' সােনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সমবেতভাবে কাজ করে একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান। হাইকমিশনার মাে. শামীম আহসান তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাঙালির প্রতিটি ন্যায়সংগত আন্দোলনে তার অবিস্মরণীয় ভূমিকার কথা তুলে ধরেন। অসাধারণ মহানুভবতা, মানুষের প্রতি অকৃত্রিম ভালােবাসা এবং রাজনৈতিক দুরদর্শিতা ও প্রজ্ঞার কারণে তিনি কিভাবে বঙ্গবন্ধু” হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নেন তা তিনি বিভিন্ন তথ্যসহ তুলে ধরেন। “ মুজিব বর্ষ " যথাযথভাবে পালনের ব্যাপারেও তিনি মিশনের কর্মসূচির কথা উল্লেখ করেন । এ প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার “ রূপকল্প -২০২১,  রূপকল্প ২০৪১ ” এবং ডেল্টা -২১০০ বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে কাজ করার আহবান জানান।

মিশনের তৃতীয় সচিব মােহাম্মদ শাহ ইকরামুল হক এর সঞ্চালনায় আলােচনা পর্বে মােহাম্মদ শাহ ইকরামুল হক, মিজু রুশনান মুর্তজা, ডেপুটি রিপ্রেজেনটেটিভ, ইউনিসেফ নাইজেরিয়া এবং কমিউনিটি নেতা মাে. আকবর হােসেনও বক্তব্য রাখেন। বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, নাইজেরিয়ার অতিথিবৃন্দ ও হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ও দেশের অব্যাহত সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দের আপ্যায়িত করা হয়।

কোভিড ১৯ এর ব্যাপক বিস্তারের কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শােক দিবসের কর্মসূচি পালন করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৬ আগস্ট ২০২০/এসআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.