Sylhet View 24 PRINT

করোনার মধ্যেও ফিনল্যান্ডে প্রবাসী বাঙালিদের ইংরেজি নববর্ষ পালন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০১-০২ ১১:০৮:০৯

জামান সরকার, হেলসিংকি থেকে :: বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবা। দেশে দেশে বৈশ্বিক মহামারী। এক রকম থমকে আছে গোটা বিশ্ব। বছরজুড়ে এত অপূর্ণতার মধ্যেই এলো ইংরেজি নতুন বর্ষ উদযাপনের দিনক্ষণ।

লাখো শহীদের রক্তস্নাত গৌরবমণ্ডিত আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। বীর বাঙালি কোনও দিন পরাজয় মানে না। পাশাপাশি বাঙালি আনন্দও করতে জানে। আর তাই ইংরেজী নববর্ষের দিনে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা নিজস্ব সংস্কৃতি অনুযায়ী ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে উদযাপন করল নববর্ষের এই দিনটি।

বৃহত্তম শহর হেলসিংকির রাস্তায় নববর্ষের উচ্ছ্বাস বিরাজ না করলেও প্রবাসীদয়ের বাড়িতে বাড়িতে ছিল বর্ষবরণের সীমিত আয়োজন। এ উপলক্ষে নিজস্ব সংস্কৃতি অনুযায়ী বৃহঃবার বিকাল থেকেই প্রবাসীদের রান্নাঘরে আয়োজন হতে থাকে নানা খাবারের।

ঘটা করে নববর্ষ উদযাপনে বাধা থাকলেও নিজস্ব পরিসরে এই আয়োজনের যেমন কোনো বাধা ছিল না তেমনি কমতি ছিলনা রাতের আড্ডার।

ঝমকালো সীমিত আয়োজনের মধ্য দিয়ে অতিমারির ভয়কে জয় করে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশীরা উদযাপন করেছে খ্রিস্টীয় নববর্ষ ২০২১। হইচই উল্লাস করে স্বাগত জানালো নতুন বছরকে।

নববর্ষ উপলক্ষে প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছে কলি মবিন, লিজা চপল, স্মৃতি রোবেল, সেলিনা মোশতাক্, মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান চপল, রোবেল ভূঁইয়া, জামান সরকার, সামসুল গাজী, মোস্তাক সরকার প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২ জানুয়ারি ২০২০/মিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.