Sylhet View 24 PRINT

স্পেনে ঈদুল ফিতর বৃহস্পতিবার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-১২ ১১:৩০:১১

কবির আল মাহমুদ, স্পেন: স্পেনে আগামীকাল বৃহস্পতিবার পালন করা হবে মুসলমানদের সব চেয়ে বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার সৌদি আরবের আকাশে  চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ টি রোজা পালন করা হবে। আর বৃহস্পতিবার ঈদ উদযাপিত হবে সৌদিতে। পবিত্র রমজান সহ ঈদুল ফিতর সৌদি আরবের সাথে মিল রেখে পালন করা  হয় স্পেনে।

কাল বৃহস্পতিবার (১৩ মে) সৌদি আরবের সাথে মিল রেখে স্পেনে উদযাপিত হবে মুসলিম উম্মাহ'র সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। এদিন ইউরোপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ বেশ কয়টি দেশে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে।

মহামারী করোনার মধ্যেই আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। মাসব্যাপি সিয়াম সাধনার পর করোনা আতংকের মধ্যেই স্পেনে প্রায় ২১ লাখ মুসল্লি পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

স্পেন প্রশাসনের অনুমতি সাপেক্ষে দেশটির বিভিন্ন শহরের মসজিদ গুলোতে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে অনুষ্ঠিত হবে ঈদ জামাত। স্পেনের রাজধানী মাদ্রিদের বায়তুল মোকররাম বাংলাদেশ জামে মসজিদে ৫টি ঈদের জামাত, শাহজালাল লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ৪ টি ঈদের জামাত,আল হুদা জামে মসজিদে ৩ টি ঈদের জামাত এবং আল আমান জামে মসজিদ সান ক্রিস্টোবালে ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া বার্সেলোনায় শাহজালাল জামে ৩ টি ঈদের জামাত, বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদে ৮ টি ঈদের জামাত, দারুল আমান জামে মসজিদে ৩ টি ঈদের জামাত, লতিফিয়া ফুলতলী জামে মসজিদে ৪টি ঈদের জামাত এবং এবং প্লাসা মারিনা কাস্তেলেস খোলা মাঠে ৩ টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।

স্পেনে ধীরে ধীরে করোনার প্রকোপ কমছে। দীর্ঘ ছয় মাস পর রোববার (৯ মে) এ বিধিনিষেধ তুলে দেওয়া হয়। স্বাভাবিক হচ্ছে জীবন ও জীবিকা। করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় প্রায় ব্যবসা প্রতিষ্ঠানই খুলে দেয়া হয়েছে।

স্পেনের বিভিন্ন শহরে প্রায় ৪০ হাজার বাংলাদেশির বসবাস। মহামারী করোনা আতংকের মধ্যে ভিন্ন আঙ্গিকে এবারও ঈদ উদযাপন করবেন স্পেনে বসবাসরত বাংলাদেশিরা। প্রাণঘাতি মহামারী করোনা দুর্যোগ কাটিয়ে সব স্বাভাবিক হবে এমনটাই প্রত্যাশা করছেন তারা।

সিলেট ভিউ ২৪ ডটকম/পিটি-১


সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.