আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জ্ঞানের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব: প্রফেসর সুলতান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৪ ২০:১৩:০৪

সিলেট :: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি এন্ড ইমনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সুলতান আহমদ বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারে না। একটি জাতির সভ্যতা-সাংস্কৃতির উন্নতি-অবনতি সবকিছু নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত ও সমৃদ্ধ। শিক্ষাহীন ব্যক্তি চোখ থাকতেও অন্ধ। আর তাই বলা হয় অজ্ঞতা অন্ধকারের সমতুল্য। সমাজের জন্য প্রয়োজন শিক্ষার আলো। জ্ঞান কেবল বই-পুস্তকের মাধ্যমেই অর্জন করা যায় না, আমাদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনযাপন থেকেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। জ্ঞানের মাধ্যমেই সাগরের বিশাল তিমি আর ডাঙার বিশাল হাতিকে বশ কর সম্ভব। জ্ঞানের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি পেয়েছে।

ইউনিভার্স্যাল কলেজের মাসিক মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সুলতান আহমদ।

তিনি শিক্ষার্থীদের হাতে মেধাবৃত্তির অর্থ তুলে দেন। এসময় কলেজের শিক্ষক, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ইউনিভার্স্যাল কলেজ প্রতি মাসে মেধার ভিত্তিতে ছাত্রছাত্রীদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে থাকে বলে কলেজের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

সিলেটভিউ২৪ডটকম/১৪ এপ্রিল ২০১৯/প্রেবি/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন