আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে গোখরা সাপ উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৯:৩৬:২০

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের রাস্তা পারাপারের সময় একটি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার শমশেরনগর বিমানবন্দর এলাকা থেকে সাপটি উদ্ধার করে রাতেই লাউয়াছড়ার জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, শমশেরনগর বিমানবন্দর এলাকার ঝোপঝাড় থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় এক পথচারির মোটর সাইকেলের সামনে এসে পড়ে। তখন তিনি কৌশল অবলম্বন করে সাপটিকে আটক করেন। পরে তিনি সাপটিকে বিক্রি করার পায়তারা করেন সাপুরের কাছে। পরে খবর দিলে বন্যপ্রানী ও জীব বৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা মির্জা মেহেদী সারোয়ার এর নির্দেশনায় সহকারী বন-সংরক্ষক শ্যামল কুমার মৈত্র্য ও লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলামের সহযোগীতায় শমশেরনগর বাজার এলাকা থেকে গোখরা সাপটিকে উদ্ধার করা হয়।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাপটি উদ্ধার করে পর্যবেক্ষণ করে সুস্থ্য দেখা যাওয়ায় রাতেই লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।



সিলেটভিউ২৪ডটকম/জেডএ/এসডি-২৩

শেয়ার করুন

আপনার মতামত দিন