আজ বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ইং

বড় বোনকে হাত-মুখ বেঁধে ধর্ষণ, বাধা দেওয়ায় ছোট বোনকে ধর্ষণচেষ্টা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২১-০৫-৩০ ১৯:৩৩:৩১

সিলেটভিউ ডেস্ক :: ফাঁকা বাড়িতে হাত-মুখ বেঁধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ধর্ষণে বাধা দেওয়ায় ওই তরুণীর ছোট বোনকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্তরা। ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শাসন গ্রামে আজ রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে আসামি করে আজ রবিবার থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীর মা। ধর্ষণের শিকার তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- একই এলাকার মোতালেব হোসেনের ছেলে পারভেজ হোসেন (২২) ও মৃত শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (২১)।

মামলা সূত্রে জানা যায়, দুই মেয়েকে বাড়িতে রেখে মা গার্মেন্টে এবং বাবা দিন মজুরের কাজে যান। এই সুযোগে প্রতিবেশী পারভেজ ও সাদ্দাম ফাঁকা বাড়ির বড় বোনের হাত-মুখ বেঁধে ধর্ষণ করে। পাশের কক্ষ থেকে এগিয়ে এসে তার ১৩ বছরের ছোট বোন বাধা দেয়। এ সময় তাকেও ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে একটি কক্ষে আটকে রেখে পাহারা দেয় সাদ্দাম। খবর পেয়ে তাদের মা-বাবা বাড়িতে আসার আগেই পারভেজ ও সাদ্দাম পালিয়ে যায়।

নির্যাতনকারীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান নির্যাতনের শিকার তরুণীর মা-বাবাসহ এলাকাবাসী।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



সৌজন্যে : কালের কণ্ঠ
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-২১

শেয়ার করুন

আপনার মতামত দিন