আজ শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ ইং
সিলেটভিউ ডেস্ক :: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বন্ধুদের সঙ্গে অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শরিফুল ইসলাম (২৮) ওই ইউনিয়নের আবদুল হাকিমের ছেলে।
তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শরিফুল তার তিন বন্ধুর সঙ্গে গোন্তাবাজারে গিয়ে মদপান করে। এ সময় অতিরিক্ত মদপান করায় তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত বাড়ি নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।
তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৌজন্যে : যুগান্তর
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৯