আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

রুয়েটে কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৪-১৫ ২১:০৬:৪৭

রাবি প্রতিনিধি :: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই কর্মশালাটি উদ্বোধন করেন রুয়েটের উপ-উপাযার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

সোমবার প্রথম দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষণে রুয়েটে কর্মরত সকল চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশগ্রহণ করেন। মঙ্গলবার প্রশিক্ষণে অংশ নিবেন তৃতীয় শ্রেণীর কর্মচারীগণ। এছাড়া প্রশিক্ষণের শেষ দিনে বুধবার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীগণ অংশ নিবেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুয়েটের আইআইসিটি’র পরিচালক প্রফেসর ড. মো. শহীদ উদ জ্জামান।

শেয়ার করুন

আপনার মতামত দিন