আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভারতে টেকফেস্ট ফেস্টিভ্যালে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটির সাফল্য

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-১৯ ২১:৪৬:২০

সিলেট : ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক টেকফেস্ট ফেস্টিভ্যালে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর টিম মেগাট্রন দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজী (আই.আই.টি) মুম্বাই আয়োজিত ইন্টারন্যশনাল রবোটিক্স চ্যালেঞ্জ (আই আর সি), আন্তর্জাতিক টেকফেস্ট ২০১৬-১৭ মুম্বাই এর আই.আই.টি কনভোকেশন হলে ১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, জাপান, সুইডেন, মিশর, শ্রীলংকা ও ভারতসহ বহু দেশের প্রতিযোগীরা এ ফেস্টিভ্যালে অংশগ্রহন করে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের টিম মেগাট্রন উল্লেখিত দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগীতা করে এ সাফল্য অর্জন করে।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর টিম মেগাট্রনের তিন ছাত্র-সদস্য হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মীর লুৎফুর রহমান, মনসুর আহমদ এবং শেখ আতিকুল হক সাবের।

ইউনেস্কো, ইউনিসেফ, সায়েন ও সিইই এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল এশিয়ার বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তি ফেস্টিভ্যাল হিসেবে বিবেচিত।

উল্লেখ্য বাংলাদেশে অনুষ্ঠিত ইন্টারন্যশনাল রবোটিক্স চ্যালেঞ্জ (আইআরসি) বাংলাদেশ রাউন্ডের প্রতিযোগীতায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এই টিম দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছিল। -প্রেস বিজ্ঞপ্তি

সিলেটভিউ২৪ডটকম/১৯ ডিসেম্বর ২০১৬/ প্রেবি/শাদিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন