আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে বৃহস্পতিবার ‘সায়েন্স অলিম্পিয়াড’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০১-০৯ ১৬:৩৫:০২

সিলেট :: বাংলাদেশ বিজ্ঞান একাডেমি’র উদ্যোগে বাংলাদেশের প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্র-ছাত্রীদের গণিতের সর্বোচ্চ প্রতিযোগিতা ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’-এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী বৃহস্পতিবার সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং আসন্ন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগদান করা ‘সায়েন্স অলিম্পিয়াড ২০১৭’-আয়োজনের মূল লক্ষ্য।

২০০২ সাল থেকে নিয়মিতভাবে অনুষ্ঠিত এই অলিম্পিয়াড দুটি স্তরে সম্পন্ন হয়ে থাকে- বিভাগীয় উৎসব ও জাতীয় উৎসব। বিভাগীয় উৎসবে নির্বাচিত ছাত্র-ছাত্রীরা জাতীয় উৎসবে অংশ নেয়। জাতীয় পর্যায়ে কৃতিত্ব প্রদর্শনকারীদের নিয়ে গণিত ক্যাম্পের আয়োজন করা হয়, আর সেখান থেকেই বাছাই করা হয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্যে বাংলাদেশের জাতীয় গণিত দল।

সিলেটভিউ২৪ডটকম/৯ জানুয়ারি ২০১৭/প্রেবি/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন