আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

জাবিতে নতুন উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-০৭-০৯ ২২:১২:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং কোষাধ্যক্ষ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য পদে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আমির হোসেন এবং কোষাধ্যক্ষ পদে আইন অনুষদের ডিন ও ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মো. মনজুরুল হক নিয়োগ পেয়েছেন।

রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শাখা জারিকৃত এক প্রজ্ঞাপনে চার বছরের জন্য এই দুটি পদে নিয়োগের আদেশ দেয়া হয়। সন্ধ্যায় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এসব নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

প্রশানসূত্রে জানা যায়, দীর্ঘ তিন বছরের বেশি সময় ধরে উপ-উপাচার্য (শিক্ষা) পদটি খালি পড়ে ছিল। অধ্যাপক আবুল হোসেন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সামনের বছরের মার্চে তার মেয়াদ শেষ হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম অনুযায়ী আরেকজন উপ-উপাচার্য নিয়োগ দিল সরকার। আর গত ১৯ জুন শেষ হয়েছে কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক আবুল খায়েরের মেয়াদ।

শেয়ার করুন

আপনার মতামত দিন