আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ইংল্যান্ডের অর্থনীতি লাইফ সাপোর্টে!

উৎপাদন কমবে ১৪%

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৫-০৭ ১৩:৩৬:০৯

সিলেটভিউ ডেস্ক :: করোনায় দীর্ঘ এক মাসের বেশি সময় লকডাউনে থাকা যুক্তরাজ্যের অর্থনীতির বেশিরভাগ অংশ এখন লাইফ সাপোর্টে আছে। দেশটির প্রভাবশালী দৈনিক গার্ডিয়ানে এমন মন্তব্য করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চরম বেকারত্ব ও অর্থনৈতিক সংকটের কারণে দেশ গভীর মন্দায় পড়বে। যা ১৭০৯ সালের পর আর দেখা যায়নি।

বলা হয়, সরকার কর্মসংস্থান ধরে রাখতে এ পর্যন্ত ৮ বিলিয়ন পাউন্ড প্রণোদনা দিয়েছে। এর ফলে এখনও ৮ লাখ প্রতিষ্ঠানের ৬৩ লাখ চাকরি বাঁচিয়ে রাখা সম্ভব হয়েছে। কিন্তু মুজরি ভর্তুকি দিয়ে কতদিন কর্মসংস্থান ধরে রাখ যাবে। দেশটিতে করোনায় আক্রান্ত ইতিমধ্যে ২ লাখ এবং মৃত্যু ৩০ হাজার ছাড়াল।

আজ বৃহস্প্রতিবার ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, করোনা মহামারির কারণে ব্রিটেনের অর্থনৈতিক উৎপাদন এ বছর ১৪ শতাংশ কমবে। ব্যাংক দেশটির সুদের হার আগের ০.১ শতাংশে রেখেছে। তবে যুক্তরাজ্যের জিডিপি ২০২১ সালে ঘুরে দাঁড়াবে আশা করছে প্রতিষ্ঠানটি। তখন প্রবৃদ্ধি বর্তমানের সংকোচন থেকে ১৫ শতাংশ বাড়বে।

সৌজন্যে: গার্ডিয়ান, এএফপি,কালেরকণ্ঠ

সিলেটভিউ২৪ডটকম/৭ মে ২০২০/ডেস্ক/মিআচৌ

শেয়ার করুন

আপনার মতামত দিন