আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

নোট বাতিলে যে ১০টি সুবিধা পাবে ভারত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৬-১২-১৪ ০০:০১:৩৫

ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পর থেকে জনগণের দুর্ভোগ নিয়ে সমালোচনায় সরব বিরোধী দলগুলো। এমনকি নোট বাতিলের পর বিক্ষোভ সমাবেশও করেছে তারা।

এতদিন পর বিরোধীদের সেই সব সমালোচনার জবাব দিতে গিয়ে নোট বাতিলের সুফল বর্ণনা করলেন দেশটির কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

মঙ্গলবার সংসদে তিনি বলেন, নোট বাতিল নিয়ে কংগ্রেস অস্বস্তিতে কারণ, ‘কেচ্ছা’-র রেকর্ড রয়েছে তাদের। টুজি স্পেকট্রাম থেকে কয়লা ব্লক, কমনওয়েলথ থেকে অগুস্তা ওয়েস্টল্যান্ড কেলেঙ্কারিরও উল্লেখ করেন জেটলি। তার দাবি, নরেন্দ্র মোদি সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের অঙ্গ হিসেবেই নোট বাতিল করা হয়েছে। সেই সঙ্গেই তিনি জানান, বাজারে বড় নোটের পরিমাণ বেশি হওয়াতেই কালো টাকার রমরমা বাড়ে। আর ইউপিএ জমানাতেই বাজারে বড় নোটের পরিমাণ ৩৬ শতাংশ থেকে ৮০ শতাংশ করা হয়।

এবার জেনে নিন, নোট বাতিলের কী কী সুবিধা দেশ পাবে বলে মনে করছেন অরুণ জেটলি। এদিন সংসদে তার দেওয়া বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে এমন ১০টি সুবিধা তুলে ধরেছে দেশটির সংবাদ মাধ্যম এবেলা।

১। ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ফলে ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতিকে আরও এগিয়ে দেবে।

২। লেসক্যাশ অর্থনীতি এবং ডিজিটাল পেমেন্টস দেশের কর বাবদ আয় বাড়াবে।

৩। প্যান জমা দেওয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ডিজিটাল লেনদেনের ফলে দেশে দুর্নীতি কমবে।

৪। নগদ টাকার যেমন অর্থনৈতিক দায় রয়েছে, তেমনই সামাজিক দায়ও রয়েছে। সেই দায় থেকে মুক্তি পাবে দেশ। নগদ টাকা নিয়ে সামাজিক অনিয়ম কমবে। নগদ টাকার ব্যবহার কমে গেলে ঘুষ দেওয়া-নেওয়ার প্রবণতা কমবে। সামাজিক দুর্নীতি থেকে মুক্তি পাবে দেশ।

৫। নোট বাতিলের ফলে বাড়িতে বাড়িতে জমে থাকা একটা বড় অংকের টাকা ব্যাংকিং ব্যবস্থায় এসেছে। এর থেকে কর আদায় হবে।

৬। আগামী দিনে দেশে ডিজিটাল লেনদেন বাড়বে। তার ফলেও কর বাবদ আয় বাড়বে। কর ফাঁকির সুযোগ কমবে।

৭। ছোট ব্যবসায়ীরাও ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে প্রত্যক্ষ করের মতো পরোক্ষ কর আদায়ও বাড়বে।

৮। ব্যাংকের হাতে অনেক অর্থ। সাধারণ মানুষের জমা করা এই অর্থ থেকে দেশের মানুষকে অনেক কম সুদে ঋণ দেওয়া যাবে।

৯। জাল নোট দেশের অর্থনীতির ক্ষেত্রে বড় বিপদ। নোটের ব্যবহার কমে গেলে সেই বিপদ থেকেও অনেকাংশেই মুক্তি পাবে দেশ।

১০। নগদ অর্থের মাধ্যমেই দেশে জঙ্গিদের মদত দেওয়া হয়। ডিজিটাল লেনদেন বাড়লে দেশে জঙ্গি তৎপরতা কমবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন