আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিয়োগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৭ ২০:৫৮:৩৩

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনাস্টটিউট। বিভিন্ন গ্রেডে শূন্যপদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদন করতে পারেন।

পদের নাম

নার্স-মিডওয়াউ, হাউসকিপার, এভি অপারেটর, লাইব্রেরি সহকারী।

পদ সংখ্যা

চারটি পদে ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং বিষয়ে ডিপ্লোমা সঙ্গে বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক/সমমান পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনে দক্ষতাসহ এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স অনূর্ধ্ব ৩০ বছর।

বেতন-ভাতা

জাতীব বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন বেতন-ভাতা দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের http://niport.teletalk.com.bd ঠিকানায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১১ মার্চ, ২০১৯ সকাল ১০টা এবং শেষ সময় ৩১ মার্চ, ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত।


সিলেটভিউ ২৪ডটকম/৭মার্চ ২০১৯/গআচ

সৌজন্যেঃ যুগান্তর

শেয়ার করুন

আপনার মতামত দিন