আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

সিলেট গ্রীন ডেন্টা সিকিউরিটি পরিদর্শন করলেন ড. এ. কে.আব্দুল মোমেন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-২০ ১৫:৫৯:২৮

সিলেট :: সিলেট নগরীর জেলরোডস্থ জেআর টাওয়ারে গ্রীন ডেন্টা সিকিউরিটি পরিদর্শন করেছেন জাতিসংঘ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ.কে.আব্দুল মোমেন। সোমবার সকাল ১০টায়  এসময় তিনি গ্রীন ডেল্টা সিকিউরিটির বিভিন্ন কার্যক্রমের পর্যবেক্ষণ করেন।

দেশের উন্নয়নের গ্রীন ডেন্টা সিকিউরিটি যথেষ্ঠ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন। এসময় তিনি গ্রীন ডেন্টা সিকিউরিটিকে কার্যক্রমের বিভিন্ন বিষয়ে পরামর্শও প্রদান করেন সাবেক এই কুটনীতিক।

এসময় উপস্থিত ছিলেন গ্রীন ডেন্টা সিকিউরিটি ম্যানেজার জুমাদিন আহমদ, সি.এস.সি ইনচার্জ মো. নাজিম বিন নজরুল, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এড. আফসর আহমদ, জাবেদ সিরাজ, ম্যানেজার লংকা বাংলা মো. শামসুউদ্দিন, ইউনিয়ন ক্যাপিটাল ম্যানেজার তৌহিদ আকবর চৌধুরী, ব্যাংক আল-ফালাহ’র ম্যানেজার কামরান আহমদ, মাহবুর রহমান, প্রিন্সিপাল এমডি মহিদ মিয়া, ব্যবসায়ী ওলিউর রহমান, সাংবাদিক মনজুর আহমদ, ব্যবসায়ী রুহেল আহমদ, ব্যবসায়ী সমীরণ মোদক টিটু, মো. রুহুল আমীন রুহেল, আবুল হোসেন, রাহাত তফাদার, মো. নজরুল ইসলাম, জেআর টাওয়ার ইনচার্জ কামরুল আবেদিন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/ ২০ নভেম্বর ২০১৭/ প্রেবি/ এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন