আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ভালো থেকো, ক্ষমা করো বাবা

সাইফুল ইসলাম বেগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৪-১৯ ১৫:৩৫:৪১

সাইফুল ইসলাম বেগ
মৃত্যুর কিছুদিন আগে অফিসে এসেছিলেন বাবা। ছেলের অফিসে এটিই বাবার প্রথম ও শেষ আসা। ওইদিন ছেলের চেয়ারে কিছুক্ষণ নির্বাক বসে ছিলেন তিনি। ছবি ধারণ করেন সহকর্মী সাংবাদিক আব্বাস ভাই। কে জানতো এটিই বাবার শেষ ছবি হবে।

১৪ এপ্রিল ২০১৮ (১লা বৈশাখ-১৪২৫) শনিবার। সামনে পবিত্র শবে মেরাজ’র রাত্রি। সকাল ১০টা ২২ মিনিটে এ জগতের মায়া ছেড়ে, আমাদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন বাবা আমার। জীবনভর কঠোর পরিশ্রমে, খেয়ে না খেয়ে আমাদের মানুষ করেছেন। আমাদের জন্যে বাবার দীর্ঘ সংগ্রামের পর যখন আমরা বাবাকে কিছু দেয়ার সময় এলো তখনই না ফেরার দেশে চলে গেলেন তিনি। আফসোস, বাবার জন্যে কিছুই করতে পারিনি আমি। আমরণ এই শোক তাড়া করবে আমায়। এই শোক সহিবার সাধ্য আমার নেই।

আমার বাবাকে ভালোবেসে যারা শেষ যাত্রায় উপস্থিত হয়ে তাঁর জন্যে দোয়া করেছেন, তাদের সকলের কাছে ঋণী থাকলাম আজীবন। দুখের দিনে যারা আমার শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, ধৈর্য্য ধরার সাহস যোগিয়েছেন, শান্তনা দিয়েছেন কৃতজ্ঞতা তাদের প্রতিও।

সকলের কাছে আকুতি, সবাই আমার বাবার জন্যে দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে নবীজির দিদার নসীব করে জান্নাতুল ফেরদাউস দান করে। আমীন।

লেখক: বিশ্বনাথ প্রতিনিধি, বাংলাদেশ প্রতিদিন

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ এপ্রিল ২০১৮/ এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন