আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ঘিলাছড়ার রসালো লিচু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৫-৩০ ১৫:০৮:২৫

ফরিদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: পুষ্টিগুণ সমৃদ্ধ সুস্বাদু ফল লিচু। এ মৌসুমে ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়ার প্রায় প্রতি বাড়িতেই ঝুলে রসালো লিচু।

আকারে বড় ও সুস্বাদু হওয়ায় এই এলাকার লিচু বাণিজ্যিকভাবে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

সরজমিন ঘুরে দেখা যায় এলাকায় বাণিজ্যিক লিচু বাগান রয়েছে ৪০টিরও বেশি।
তাছাড়া বেলে,দোআঁশ মাটির কারনে এই এলাকায় লিচুর প্রচুর ফলন হয় ও বাণিজ্যিক ছাড়াও প্রায় সব বাড়িতে কম বেশ লিচুর গাছ দেখা যায়।

একেকটি পুর্ণবয়স্ক গাছে ১০০ কেজির বেশি লিচু হয়।

বাণিজ্যিকভাবে  লিচু চাষ করেন আজমল আলী, ইয়াকুব মিয়া, তুরন মিয়ারা জানান, এসব লিচু সম্পুর্ন বিষমুক্ত প্রাকৃতিকভাবেই চাষ করা হয় বলে গুণগত মান পুষ্টি অটুট থাকে। তাই এ লিচু সিলেটের বাজার ছাড়িয়ে দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে।

লিচু নিতে আসা মুন্সিবাজারের কয়েকজন ফল ব্যাবসায়ী বলেন, এই এলাকার লিচুর সাইজ বড় ও মিষ্টি স্বাদের তাই কাস্টমাররা পছন্দ করেন। কেউ কেউ অগ্রিম অর্ডার দিয়ে রাখেন, তাই বেশি নিতে আসি।

লিচুর মধ্যে বিখ্যাত জাত মঙ্গলবারি লিচু। কুষ্টিয়ার বিখ্যাত মুজাফফর পুরি লিচুও এই এলাকায় প্রচুর উৎপাদন হয়।

এসব লিচু একেকটা ২০ থেকে ২৫ গ্রাম ওজন।

০তাই সবার কাছেই প্রিয় ঘিলাছড়ার লিচু।

সিলেটভিউ২৪ডটকম/৩০ মে ২০১৮/এফইউ/এক

@

শেয়ার করুন

আপনার মতামত দিন