আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ভারতে নিষিদ্ধ হতে পারে আইফোন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৭-২৬ ০০:৫৯:০৯

স্পাম কল ও মেসেজ নিয়ে আইফোন নির্মাতা অ্যাপল ও ভারতের টেলিকম নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান টেলিকম রেগুলেটরি অথরিটি তিক্ত যুদ্ধে নেমেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি জানিয়ে দিয়েছে, এ বিষয় থেকে পিছু না হটলে এবং তাদের নিজস্ব অ্যাপ আইফোনে চালানোর অনুমতি না দিলে ভারতে আইফোন নিষিদ্ধ হয়ে যাবে। তারা এয়ারটেল, ভোডাফোন জিওকে নিজ নিজ নেটওয়ার্ক থেকে আইফোনকে বাদ দেয়ার আহ্বান জানাবে।

টেলিকম রেগুলেটরি অথরিটি ডিএনডি (সর্বশেষ সংস্করণ 'ডিএনডি ২.০') নামে একটি অ্যাপ তৈরি করেছে। কিন্তু অ্যাপল জানিয়েছে, আইওএস অ্যাপ স্টোরে তারা এ অ্যাপটি চালানোর অনুমতি দেবে না। কারণ এ অ্যাপ এটি ব্যবহারকারীর কল ও মেসেজ রেকর্ড সংরক্ষণ করতে চায় যা রীতিমতো গোপনীয়তাকে ঝুঁকির মধ্যে ফেলবে। সূত্র: ইন্ডিয়া টুডে

শেয়ার করুন

আপনার মতামত দিন