আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ফ্রান্সে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৭-১১-১৩ ২০:১০:৪৪

এনায়েত হোসেন সোহেল, প্যারিস থেকে :: ফ্রান্সে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। রবিবার প্যারিসের ক্যাথসীমার একটি রেস্তোরায় এ দিবস পালিত হয়। ফ্রান্স বিএনপি আয়োজিত এ দিবস পালন কালে ফ্রান্স যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

ফ্রান্স মহানগর বিএনপির সভাপতি হেনু মিয়ার সভাপতিত্বে ও ফ্রান্স বিএনপির সাবেক সহ সভাপতি এমএ রশিদ পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি জালাল খান, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ইলিয়াস কাজল, সাধারণ সম্পাদক আলম খান, যুবদল ফ্রান্সের সভাপতি আহাম্মেদ মালেক, ফ্রান্স বিএনপির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুর রাহিম মিয়া ও বিএনপি নেতা মশিউর রহমান প্রমুখ।

এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ফ্রান্স বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশের চাকগিল কলেজের সাবেক সভাপতি আমিনুল হক মজনু, ফ্রান্স বিএনপির সদস্য শেখ সোহেল, সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, খালেদ হোসেন বাবলু, মাসুদ হাওলাদার, বিএনপি নেতা মাসুদুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, আব্দুল হয়, আমিনুর রহমান, তারেক আহমদ, আরিফ হোসেন, আনোয়ার হোসেন মিঠু, তারিকুল ইসলাম, মারুফ হোসেন মুন্না, গোলাম মোস্তফা, ফারুক হোসেন, জাবেদ আহমদ, আমিনুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে সামনে রেখে শহীদ জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনে এ অবৈধ সরকারের পতনের মধন্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা