আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

ফ্রান্সে আওয়ামী লীগ নেতার মেয়ে প্রথম বাঙালি কাউন্সিলর নির্বাচিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০১-২২ ১১:৪৬:৫৬

সিলেটভিউ ডেস্ক :: প্রথম বাংলাদেশি হিসাবে ফ্রান্সের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন শারমিন হক। তিনি ফ্রান্সের সোশালিস্ট পার্টি থেকে উপ-নির্বাচনে অংশগ্রহণ করে পিয়ার ফি (Pierrefitte) মিউনিসিপাল থেকে কাউন্সিলর নির্বাচিত হন। শারমিন হক ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল বাকীর মেয়ে। তিনি আরো প্রায় তিনবছর কাউন্সিলর হিসাবে কাজ করবেন।

২০১৪ সালের ২৩ শে মার্চ প্রথম দফা ও ৩০ শে মার্চ দ্বিতীয় দফায় কাউন্সিলর নির্বাচন অনুষ্ঠিত হয়। তার দল সোশালিস্ট পার্টি সে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ষাট শতাংশ ভোট তাদের পক্ষে যায়। মেয়র মিশেল ফরকেদ এর প্যানেলে ২৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে সেই ২৭ জন থেকে একজনের মৃত্যু হলে ‘শুন্য পদে’ নির্বাচিত হন বাংলাদেশি শারমিন হক।

শারমিন বলেন তার নিজ অবস্থান থেকে বাংলাদেশের জন্য রয়েছে কাজের সুযোগ। মাত্র ৭ বছর ফ্রান্সের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া ওলাঁদসহ বড় রাজনৈতিক নেতাদের সাথে তিনি কাজের সুযোগ পেয়েছেন। বাংলাদেশি প্রজন্মকে ফ্রান্সের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আহবান জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা