আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

আমিরাতে মৌলভীবাজারের চা ও আতর বেশি বাজারজাতের আহবান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-০৯ ১৭:১০:৩০

আরব আমিরাত প্রতিনিধি :: প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি মৌলভীবাজার জেলার আগর আতর শিল্প মধ্যপ্রাচ্যে বাজারজাত হয়ে দেশের সুনাম বয়ে আনছে। এই ধারা অব্যাহত রাখতে মৌলভীবাজার জেলার প্রবাসীদের এক ছায়ার নীচে এসে কাজ করে যেতে হবে।

আরব আমিরাতে মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব, আমিরাত শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব বলেছেন।

শুক্রবার শারজাহের একটি রেস্তোরায় এ সভার আয়োজন করা হয়।

প্রবাসে একজন কর্মী কাজ হারালে তার পাশে দেশের কেউ দাঁড়ালে তার পরিবার ভরসা পায়। আরব আমিরাতে থাকা মেওলভীবাজার জেলার প্রবাসীদের প্রবাসে যে কোন সমস্যায় মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাব পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সংগঠনটির কমিটি গঠন অনুষ্ঠানে এ প্রত্যয় করেছেন নেতৃবৃন্দরা।

মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের আহবায়ক হুমায়ুন রশীদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পাপলুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক শাহীন আল রাজী।

এ সময় সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সদস্য সচিব রাসেল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, মখলিছ মিয়া, মৌলভীবাজার প্রবাসী ভিআইপি ক্লাবের যুগ্ম আহবায়ক জিয়াউল হক, মাহতাব উদ্দিন, সাগর আহমদ, জাকির হোসেন, আব্দুল মুকিদ, কামাল হোসেন খাঁ, রিপন আহমদ, মোহিন আহমদ, নজরুল ইসলাম সহ আরো অনেকে।

এছাড়া আরো বক্তব্য রাখেন- একাত্তর টিভি প্রতিনিধি লুৎফুর রহমান, কুলাউড়া সমিতির সাধারণ সম্পাদক ইছমত আলী, সাংগঠনিক সম্পাদক আবু সারোয়ার তালুকদার, আব্দুল হামিদ বদরুল, ওসমানী স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শাহজাহান সজীব সহ আরো অনেকে।

পরে মৌলভীবাজার প্রবাসী ভি আই পি ক্লাব (গ্লোবাল) আরব আমিরাতের হুমায়ুন রশিদকে সভাপতি, রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। আরব আমিরাতে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীদের ব্যাপক প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত সকলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারের কল্যানে কাজ করার আহবান জানান।

সংগঠনটির সারা বিশ্বে শাখা রয়েছে। এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং এলাকার প্রাকৃতিক সম্পদ বিশ্ববাজারে তুলে ধরতে কাজ করবে বলেও জানানো হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম/০৯ মার্চ ২০১৯/এলআর/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা