আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

স্পেন ‘বাংলা প্রেসক্লাব’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৫-১৮ ১৪:০৭:৪৮

কবির আল মাহমুদ, স্পেন :: স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে বাংলাদেশি সাংবাদিকদের প্রতিনিত্বকারী সংগঠন ‘স্পেন বাংলা প্রেসক্লাব’র ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দের উপস্থিতিতে ইফতার মাহফিল সকল শ্রেণি-পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল।

শুক্রবার (১৭মে) রাজধানী মাদ্রিদের বাঙালী অধ্যুষিত লাভাপিয়েসের মেহমান খানা রেস্টুরেন্টে অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিউনিটির বিশিষ্টজনদের সম্মানে এই ইফতার ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর (যুগ্ম সচিব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ ।

ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন- স্পেন বাংলা প্রেসক্লাবের উপদেষ্টা ও এটিএন বাংলা টিভির মাদ্রিদ প্রতিনিধি কবি মিনহাজুল আলম মামুন।

ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন- সদস্য সময় টিভির প্রতিনিধি সাইফুল আমীন।

ইফতার মাহফিলে রমজানের তাৎপর্য ও ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন শাহজালাল ফুলতলী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান।

প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন স্পেন প্রতিনিধি সাহাদুল সুহেদ এর সভাপতিত্বে ও  স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি কবির আল মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত সভায় স্পেন বাংলা প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য এবং কমিউনিটির বিশিষ্টজনেরা  অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, এএসআই রবিন, প্রবীন কমিউনিটি নেতা সৈয়দ আশফাকুল হক, নূর হোসেন পাটোয়ারি, মোজাম্মেল হোসেন মনু, মাহবুবুর রমহান ঝন্টু, মো: লুতফুর রহমান, সোহেল ভূঁইয়া, দুলাল সাফা, জাকির হোসেন, আব্দুল কাইয়ূম সেলিম, আব্দুল মুত্তাকিন মুজাক্কির, আয়ূব আলী সোহাগ,সোহেল আহমদ শামসু, শেখ আব্দুর রহমান, ইসলাম উদ্দিন পঙ্কী, মাসুদ রহমান, আবুল হোসেন, রমিজ উদ্দিন, তামিন চৌধুরী, নজরুল ইসলাম নাজু, রাসেল দেওয়ান, হেমায়েত খান, রবিন মাহমুদ,আফসার হোসেন নীলু, সুমন নূর, সায়েম সরকার, এফএম ফারুক পাভেল,এম আই আমীন, নাহিদ আনোয়ারুল, রানা জয়নূল আবেদিন, জালাল হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, একমাত্র সাংবাদিকরাই পারেন সমাজের সকল বিবেধ দূর করে একটি সুন্দর সমাজ গঠন করতে।

স্পেন বাংলা প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করে বক্তারা বলেন, এ সংগঠন দীর্ঘদিন থেকে স্পেনে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি গঠনে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে বৃটেনের মত স্পেনে ও আমাদের আগামী প্রজন্ম এদেশের মূলধারার সাথে সম্পৃক্ত  হয়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করবে।

প্রধান অতিথির বক্তব্যে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর (যুগ্ম সচিব) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ  বলেন, স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা কমিউনিটির সেবায় যেভাবে কাজ করে যাচ্ছেন, তা প্রশংসনীয়। দূতাবাস ও বাঙালি কমিউনিটির মধ্যে সুসম্পর্ক সৃষ্টিতেও তারা ভূমিকা রাখছেন।

ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদের সাবেক ইমাম হাফিজ জহির আহমদ।



সিলেটভিউ২৪ডটকম/১৮ মে ২০১৯/কেএএম/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা