আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ বাংলাদেশ শাখার কমিটি গঠন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৬-১৭ ০০:৪৯:৪৪

কুলাউড়া প্রতিনিধি :: সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুলাউড়ার এক ঝাঁক তরুণ অনলাইন অ্যাক্টিভিস্টদের নিয়ে যাত্রা শুরু করেছে কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ। অনলাইন ভিত্তিক এই সংগঠনটির উদ্যোক্তা হলেন ইউরোপে বসবাসরত অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী সাংবাদিক আব্দুল মোমিত রোমেল।

সোস্যাল মিডিয়া সহ তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক মানবজমিন থেকে শুরু করে ইউরোপের খ্যাতনামা বেশ কয়েকটি অনলাইন পোর্টাল এবং অনলাইন টিভির সাথে কাজ করছেন দীর্ঘদিন থেকে। ইতিমধ্যে ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে এই অ্যাসোসিয়েশনের শাখা কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপের অনলাইন অ্যাক্টিভিস্টরা এবং বাংলাদেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত রবিবার আলোচনা করে বাংলাদেশ শাখার অনলাইন অ্যাক্টিভিস্টদের নাম ঘোষণা করেন।

এতে কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (ক্রাইম) অভিষেক শুভ্র, সাধারণ সম্পাদক সাপ্তাহিক সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার নাজমুল বারী সোহেল ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন দৈনিক কালের কণ্ঠ কুলাউড়া প্রতিনিধি ও মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল।

ভিডিও কনফারেন্সে ফ্রান্স থেকে যুক্ত হন কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপ শাখার সেক্রেটারি আব্দুল মোমিত রোমেল, স্পেন থেকে আতিকুল ইসলাম লিটু, ফ্রান্স থেকে জুয়েল মাহমুদ, পর্তুগাল থেকে সাইফুল সিদ্দিক, হাঙ্গেরি থেকে আফসার, লন্ডন থেকে ইমরান শফি ও রাশু, বেলজিয়াম থেকে জাবেদ, সুইজারল্যান্ড থেকে মাহবুব, নেদারল্যান্ড থেকে আশফাক, ইতালি থেকে আফজাল, অস্ট্রিয়া থেকে শিপন, গ্রীস থেকে ওবায়েদ, নরওয়ে থেকে শুয়েব। এসময় কুলাউড়া অ্যাসোসিয়েশন অফ ইউরোপের সেক্রেটারি আব্দুল মোমিত রোমেল এই সংগঠনের আদর্শ উদ্দেশ্য এবং লক্ষ্যে সবার কাছে তুলে ধরেন।

তিনি বলেন, এই অ্যাসোসিয়েশন হচ্ছে একটি অনলাইন প্লাটফর্ম এখানে সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুলাউড়ার অনলাইন অ্যাক্টিভিস্টদের একত্রিত করে আমরা অনলাইন জগতে একটা নতুন যাত্রা শুরু করতে চাই।

তিনি আরও বলেন, আমরা ইউরোপ বা বিশ্বের বিভিন্ন দেশে যারা বিলাসিতা জীবন যাপন করি তা পরিহার করে এর একটি অংশ যদি আমরা আমাদের এলাকায় গরিব অসহায় মানুষের উন্নত চিকিৎসার জন্য একটি উন্নতমানের মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি করে দিতে পারি এই সংগঠনের মাধ্যমে তাহলে সেটাই হবে আমাদের সার্থকতা।

সিলেটভিউ২৪ডটকম/১৭ জুন ২০১৯/প্রেবি/ডিজেএস

@

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা