আজ শনিবার, ১১ মে ২০২৪ ইং

ওমানে তুলে নেওয়া হচ্ছে মাতরা অঞ্চলের লকডাইন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৬-০৪ ১৭:৪০:৫৪

ওমান প্রতিনিধি :: মধ্যপাচ্যের দেশ ওমানে গত ২৭ মে লকডাইন তুলে নেওয়ার ঘোষনা দিলেও রাজধানী মাস্কাটের রুই, হামরিয়া, মাতরা অঞ্চলের লকডাউন তুলে নেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৪জুন) সুপ্রিম কমিটির বৈঠকে শেষে জানানো হয়, আগামী শনিবার (৬ জুন) থেকে মাস্কাটের মাতরা অঞ্চলে লকডাইন তুলে নেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে।
বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা এক অনলাইন বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত করা হয় ৭৭৮ জন, যাদের মধ্যে ৫১৩ জন প্রবাসী ও ২৬৫ জন ওমানি নাগরিক। এখন পর্যন্ত ওমানে ৭০ শতাংশ প্রবাসী নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে ওমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৩১৬ জন। 
বৃহস্পতিবার সর্বোচ্চ রের্কড সংখ্যক করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন। এছাড়া একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০৬ জন রোগী। এ নিয়ে দেশটিতে সর্বমোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৪৫১ জন।
কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নতুন মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জানান ২৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মারা গেছেন ৬৭ জন।
এদিকে, ঈদের পর হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন সে দেশের স্বাস্থ্যমন্ত্রীকে এমন প্রশ্ন করা হলে তিনি জানান ঈদের সময় অনেকে গনজমায়েত করেছেন এবং স্বাস্থ্যবিধি মেনে না চলার কারণে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি জানান দেশটিতে এখন পর্যন্ত ১৮৬ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/৪ জুন ২০২০/আরএএস/এসএইচ

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা