আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

বন্দিদশা শেষে ফিনল্যান্ডে ‘খুশির ঈদ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৭-৩১ ১৮:০০:২৩

জামান সরকার, ফিনল্যান্ড :: সামাজিক দূরত্ব মেনে ও বন্দিদশা শেষে ‌‘খুশির ঈদ’ উদযাপন করেছে ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিরা।

পড়ন্ত গ্রীষ্মে আকাশ থেকে নেমে আসা সূর্যের ঝকঝকে আলোতে ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশি মুসলমানরা সমবেত হয় ঈদের জামাতে।

প্রতিবারের ন্যায় এবারও নতুন জামাকাপড় পড়ে সুগন্ধি আতড়-সুরমা লাগিয়ে সকালে দল বেঁধে নামাজ আদায় ছিল ঈদের পরিচিত দৃশ্য।

তবে এবছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ভাটা পড়েছিল ঈদের কোলাকুলিতে।

ঈদের আনন্দের মুহূর্তে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নিয়ে গভীর সংকট, উৎকণ্ঠা ও হতাশায় প্রাণে প্রাণে বহেনি প্রবাসীদের খুশির জোয়ার।

ইসলামী রীতি অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায় রাজধানী হেলসিংকির হাকানিয়েমির পাল্লোহাল্লীতে। এতে ইমামতি করেন দারুল আমান মসজিদের খতিব মো. আবদুল কুদ্দুস খান।

এছাড়া সকাল ৯টায় ভানতার রায়াক্যুলা টেনিস সেন্টার মিলনায়তনে বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদের খতিব বশির আহমেদের ইমামতিতে আরেকটি জামাতটি অনুষ্ঠিত হয়।

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। ফিনল্যান্ডের সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা জামাতে দুটিতে অংশ নেন।

ফিনল্যান্ডে অনুষ্ঠিত বিভিন্ন জামাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছিলেন- মবিন মোহাম্মদ, মো. আশরাফ, আয়ুব আলী, ডা. সফিউল্লাহ, আবদুল ওয়াদূদ, জাকির হোসেন, রিয়াজ সহিদ, বদরুম মুনীর ফেরদৌস, জামান সরকার, সামসুল গাজী, মো. বাহারুল ইসলাম, আনিসুর রহমান শামীম, আজাদ আবুল কালাম, কামরুল আলম কমল, সালমান মাহিব, সাইফুর রহমান সাইফ, রুবেল ভূইয়া, মোকলেসুর রহমান চপল, মো. নুর আলম, নাজমুল হাসান লিটন, মোজাহের, মারুফ, সাইফুর রহমান সাইফ, এহসান, কালাম আজাদ শহিদুল, হাফেজ কাসেম, রুমান ফারুক, মনিরুল ইসলাম, মোয়াজ্জেম মাসুম, সারমান আজাদ তাসিন, নাসিরউদ্দিন মজুমদার, ফাহাদ সামি, সাহিন, আজগর প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/৩১ জুলাই ২০২০/জেডএস/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন

সাম্প্রতিক প্রবাস জীবন খবর

  •   ফের দু’সপ্তাহের সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া
  •   আটকেপড়া প্রবাসীদের ভিসা-ইকামার মেয়াদ বাড়াচ্ছে সৌদি
  •   বাংলাদেশিদের যেভাবে সুযোগ হচ্ছে মাল্টায় যাওয়ার
  •   আরব আমিরাতে বছরে মারা যান এক হাজার প্রবাসী কর্মী
  •   সিলেটে নির্মাণ শ্রমিকদের মধ্যে এনআরবি ব্যাংকের ঈদ উপহার বিতরণ
  •   আয়ারল্যান্ডে পরিবহন মন্ত্রনালয়ের উপদেষ্টা কমিটিতে বাংলাদেশীর স্থান
  •   বাংলাদেশি রুমা এখন মার্কিন এটর্নি
  •   ইতালিতে কোভিড ফ্রি ট্রেন,খুশি প্রবাসী বাংলাদেশিরা
  •   খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
  •   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মা-বাবা-নানিকে হত্যার পর দু’ভাইয়ের আত্মহত্যা