আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

করোনা থেকে আপনার সন্তানকে বাঁচাতে করণীয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০২০-০৩-০৭ ১৯:৪২:৩৭

সিলেটভিউ ডেস্ক :: সুদূর চীনে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলেও ক্রমশ তা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। পৃথিবীর প্রায় ৭০টি দেশে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যাও লাখ পেরিয়েছে।

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাউকে করোনাভাইরাস আক্রান্ত বলে ঘোষণা করা না হলেও ভাইরাসে আক্রান্ত সন্দেহে দেশের কয়েকজনকে বিশেষভাবে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং সেই সাথে সবাইকে সতর্ক থাকারও নির্দেশা দেয়া হচ্ছে।

বড়রা কমবেশি সতর্ক হলেও শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে মা-বাবারা জেনে নিন, কীভাবে সুস্থ রাখবেন আপনার সন্তানকে:

ভারতের মুম্বাইয়ে ক্লাউড নাইন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিনয় জোশী জানালেন, ‘কিছু বেসিক হাইজিন মানতে হবে, আতঙ্ক ছড়িয়ে লাভ নেই।’

- সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে কচলিয়ে হাত ধোয়া। হাতের দুই পৃষ্ঠ খুব ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে ভালোভাবে পরিষ্কার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

- স্কুলে বা পড়তে যাওয়ার সময় অথবা বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে বলুন।

- সহপাঠীর জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো, এই সময়ে হ্যান্ড শেক যেন না করে।

- যে সব দেশে করোনার আক্রমণ হচ্ছে, সদ্য সে দেশ থেকে ফিরলে আপনার সন্তানকে প্রথম কয়েকদিন স্কুলে পাঠাবেন না।

- স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুমের টেবিল চেয়ার পরিচ্ছন্ন রাখুন। মেঝে, দেওয়াল, বাথরুম পরিষ্কার করা হোক জীবাণুনাশক দিয়ে।

- হাঁচি-কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন।

- বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় বিশেষ করে সতর্ক হোন।

- জ্বর হলে জন্মদিন বা এরকম কোনও অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো।

সৌজন্যে : ইন্ডিয়ান এক্সপ্রেস
সিলেটভিউ২৪ডটকম/ ০৭ মার্চ ২০২০/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন