আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

'সহিংস আন্দোলনের কথা স্বীকার করেছে বিএনপি'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৩-২১ ১৫:৪৬:৫৬

সিলেটভিউ ডেস্ক :: নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি অতীতে সহিংস আন্দোলন করেছে তা স্বীকার করেই এখন তারা অহিংস আন্দোলনের কথা শোনাচ্ছে এবং তাতে মনোযোগ দিয়েছে। তারা সব সময় সহিংস আন্দোলন করে এসেছে। কিন্তু সেটা করতে ব্যর্থ হয়ে এখন অহিংস আন্দোলনের কথা শুনাচ্ছে।

তিনি বলেন, তাদের পেট্রোল বোমার আঘাতে ১৭ জন পুলিশ ও ৩ জন বিজিবি সদস্য প্রাণ হারিয়েছেন।

বুধবার ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিওটিএ) ও নৌ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশের সব নদীবন্দর গুলোকে আধুনিকায়ণ করা হয়েছে জানিয়ে শাজাহান খান বলেন, আগে সদরঘাটে একটি টার্মিনাল ছিলো, এখন সেটাকে দুইয়ে উন্নিত করা হয়েছে। বন্দরের শ্রমিকদের জন্য এ সরকার যতোটা করেছে, আর কেউই তা করেনি। এক সময় সদরঘাটকে কটাক্ষ করে বলা হতো, ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট! কিন্তু এখন তা অনেক পরিবর্তন করা হয়েছে। এখন উপরেও ফিটফাট ভেতরেও ফিটফাট।

সিলেটভিউ২৪ডটকম/২১ মার্চ ২০১৮/ডেস্ক/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন