আজ শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ইং

'সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও নেয়া হয়নি'

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২০ ১৬:৫৬:২৯

সিলেটভিউ ডেস্ক:: প্রতিটি জায়গায় দানবদের দায়িত্ব দেয়ার কারণেই এভাবে গাড়ি চাপায় শিক্ষার্থীদের প্রাণ দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার পল্টনে জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক সভাপতি আব্দুল আলী মৃধার স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, সড়কে শৃঙ্খলার পদক্ষেপ নেয়ার কথা বলা হলেও সরকার তা নেয়নি। তাই নৈরাজ্য থামছে না।

রিজভী আহমেদ আরও বলেন, প্রতিটি মানুষ আতঙ্কে ভুগছে। উপেজলা নির্বাচনে জনগণ অংশ নেয়নি। দেশের মানুষ বুঝে গেছে দেশে নির্বাচন বলে কিছু নেই। জেলে রেখে খালেদা জিয়াকে সরকার ধীরে ধীরে হত্যা করছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।

সিলেটভিউ ২৪ডটকম/২০ মার্চ ২০১৯/গআচ

সৌজন্যে: বিডি প্রতিদিন

শেয়ার করুন

আপনার মতামত দিন