আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-০৩-২৫ ১৫:২৫:৪৫

সিলেটভিউ ডেস্ক:: উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলা গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনি তালুকদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি তালুকদার গুলিশাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তার বাড়ি একই এলাকায়।

মঠবাড়িয়া থানার ওসি সওকত আনোয়ারুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জনি তালুকদার বাড়ি থেকে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে জনি তালুকদারকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)স্থানান্তর করা হয়।

সেখানে নেয়ার পথে জনি তালুকদারের মৃতু হয়। নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান ওসি।

উপজেলা নির্বাচন নিয়ে মঠবাড়িয়া আওয়ামী লীগের প্রার্থী হোসাইন মোশাররফ সাকু ও বিদ্রোহী প্রার্থীর রিয়াজউদ্দিনের (আনারস) বিরোধ চলছিল। এরই জের ধরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।
সিলেটভিউ ২৪ডটকম/২৫ মার্চ ২০১৯/এমএইচআর

সৌজন্যেঃ যুগান্তর 

শেয়ার করুন

আপনার মতামত দিন