আজ বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ ইং

কলাপাড়ায় আওয়ামী লীগের দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, আহত ১০

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৯-১১-২০ ২২:১১:০৪

সিলেটভিউ ডেস্ক :: পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন পন্ড হয়ে গেছে। কমিটি গঠনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুরের কারণে প্রথম অধিবেশন শেষে এ সম্মেলন প্রক্রিয়া পন্ড হয়ে যায়। এক পর্যায়ে হাতাহাতি ও মারধরে রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয় এমপি অধ্যক্ষ মহিব্বুর রহমানসহ উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দ্রুত সম্মেলনস্থল ত্যাগ করেন।
 
মঙ্গলবার বিকেলে এ হট্টগোলের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর মধ্যে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল গাজী ও আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাচ্চু মোল্লা রক্তাক্ত জখম হয়েছেন।
 
সম্মেলনে হামলা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় চম্পাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় চম্পাপুর ইউনিয়নের কমিটি গঠন প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

সৌজন্যে :: বিডি প্রতিদিন
সিলেটভিউ২৪ডটকম/২০ নভেম্বর ২০১৯/জিএসি

শেয়ার করুন

আপনার মতামত দিন